Advertisement
২০ এপ্রিল ২০২৪

সাধের ব্যাগ বানাইলো মোরে বৈরাগী

তা যাতে না হয়, জেনে নিন কীভাবে নেবেন ব্যাগের যত্নতা যাতে না হয়, জেনে নিন কীভাবে নেবেন ব্যাগের যত্ন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০৭:১০
Share: Save:

শখ করে কেনা দামি ব্যাগের শেপটা শেষমেশ নষ্ট হয়েই গেল! উফ কে যেন ‘মার ডালা’! ব্যাগের আকার, টেক্সচার, রং, এমবেলিশমেন্টে যেন চিরটা কাল ‘সামার অফ সিক্সটি নাইন’ বাজতে থাকে, তার ব্যবস্থাটা এ বার করেই ফেলুন...

সাধারণত পেটেন্ট লেদার (গ্লসি, ভার্নিশড সারফেস-যুক্ত) ট্র্যাডিশনাল লেদারের চেয়ে বেশি টেকসই। কিন্তু তার রং চটে যাওয়ার ভয় থাকে। তাই পেটেন্ট লেদার ব্যাগ ডাস্টব্যাগ বা বালিশের ওয়াড়ের মধ্যে ভরে রাখবেন, তা না হলে অন্য জিনিসের রং ব্যাগে স্থানান্তরিত হলে, সে রং তোলা মুশকিল। একান্তই রং লেগে গেলে পেট্রোলিয়াম জেলি দিয়ে ঘষে দেখতে পারেন।

সোয়েড বড়ই ডেলিকেট ডার্লিং, রোদ লাগলে তার রং ফিকে হয়ে যায়। তা যেন জল, তেলের সংস্পর্শেও না আসে। পরিষ্কার করতে হলে সোয়েড ব্রাশ বা নরম টুথব্রাশ দিয়ে করুন। ছোটখাটো দাগ তুলতে পেপার টাওয়েল বা সাধারণ ইরেজার দিয়ে ঘষে তুলুন।

রঙিন লেদারের ব্যাগের ক্ষেত্রেও রোদ লেগে রং চটে যাওয়ার ভয় থাকে। তাই তা আলমারিতে বা ওয়ার্ড্রোবে রাখুন।

ময়লা হলে, ব্যাগের বাইরেটা অ্যালকোহল-ফ্রি ওয়াইপ দিয়ে মোছার পর, হালকা ভেজা নরম কাপড় দিয়ে মুছে নিন। দাগ পুরনো হলে ওই অংশে লিকুইড সাবান কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখুন, তার পর নরম কাপড় দিয়ে মুছে নিন। ভিতরের লাইনিংও পরিষ্কার করুন। ব্যাগ যদি ন্যাচারাল বা আনট্রিটেড লেদারের বা সোয়েডের হয়, পেপার টাওয়েল দিয়ে মুছে নিন। ব্যাগে এমবেলিশমেন্ট থাকলে, টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করুন।

আর শখের ব্যাগ ময়লা হাতে ধরবেন না। হাতের তেল-ময়লা কিন্তু বড় কালপ্রিট।

লেদারের বয়স হয়ে গেলে তার ত্বকেও ‘বলিরেখা’ থুড়ি ক্র্যাক দেখা দেয়। পুরনো শখের লেদারের ব্যাগের স্থায়িত্ব বাড়াতে লেদার কন্ডিশনার দিয়ে মুছে রাখুন। তবে ক্র্যাক পড়লে সারানো মুশকিল।

ব্যাগে কসমেটিকস রাখলে তা পাউচে রাখুন। পেন রাখলে, তা যেন ক্যাপ পরানো থাকে।

খুব বেশি জিনিস ভরলে, ব্যাগের শেপ নষ্ট হয়ে যেতে পারে।

লেদারের ব্যাগ ভিজে গেলে আপনাআপনি জল শুকোতে দিন, রোদে রেখে বা ড্রায়ার দিয়ে শুকোবেন না।

ব্যাগ কী ভাবে রাখবেন...

ব্যাগের শেপ ঠিক রাখার জন্য পরিষ্কার করা ফাঁকা ব্যাগে অ্যাসিড-ফ্রি টিস্যু পেপার বা বাবল র‌্যাপ কিংবা ছোট্ট বালিশ ভরে রাখুন। ব্যাগে বাকল, চেন বা মেটালের অন্য কিছু থাকলে, তা টিস্যু পেপারে মুড়ে রাখুন।

নরম, হাওয়া চলাচল করতে পারে এমন ডাস্টব্যাগে, সিলিকা জেলের প্যাকেট রেখে আপনার সাধের ব্যাগ ভরে রাখুন। ডাস্টব্যাগ না থাকলে, সাদা বা হালকা রঙা বালিশের ওয়াড়ের মধ্যেও ব্যাগ ভরে রাখতে পারেন।

দুটো ব্যাগ কিন্তু একসঙ্গে রাখবেন না। বিশেষ করে পেটেন্ট লেদারের ব্যাগের সঙ্গে তো নয়ই।

আর ব্যাগ কখনও ঝুলিয়ে রাখবেন না, এতে হ্যান্ডলের শেপ নষ্ট হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bag Summer of 69
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE