Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পরিবেশ বিজ্ঞান

প্রশ্ন: রাজ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ার সুযোগ কোথায় কোথায় আছে? উচ্চশিক্ষা ও গবেষণা কোথায় করা যায়? কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ মেলে?  

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৮:২৮
Share: Save:

প্রশ্ন: রাজ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ার সুযোগ কোথায় কোথায় আছে? উচ্চশিক্ষা ও গবেষণা কোথায় করা যায়? কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ মেলে?

গৌরব দত্ত, বেলুড়

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে বি এসসি অনার্স স্তরে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয়। যেমন,

• আশুতোষ কলেজ

www.asutoshcollege.in

• নেতাজিনগর কলেজ ফর উইমেন

www.netajinagarcollegeforwomen.in

• বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর

www.vckolkata63.org

• কাঁচরাপাড়া কলেজ

www.kpcoll.net

• নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ

http://nvcollege.in

• চন্দননগর কলেজ

www.chandernagorecollege.org ইত্যাদি

স্নাতকোত্তর

কলকাতা (www.caluniv.ac.in), কল্যাণী (www.klyuniv.ac.in), বিশ্বভারতী (http://visvabharati.ac.in), বিদ্যাসাগর (www.vidyasagar.ac.in), রবীন্দ্রভারতী-র (www.rbu.ac.in) মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়া যায়। বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীতে এনভায়রনমেন্টাল সায়েন্স নয়, এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এ স্নাতকোত্তর পড়ানো হয়। বিদ্যাসাগরের দূরশিক্ষার মাধ্যমে কোর্সটি কিন্তু এম এসসি।

রাজ্যের বাইরেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এম এসসি পড়তে যায় ছেলেমেয়েরা। যেমন,

• পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়

www.pondiuni.edu.in

এখানকার ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগে এম এসসি ছাড়াও পিএইচ ডি করার সুযোগ রয়েছে।

• বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

www.bhu.ac.in

• সাবিত্রীভাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়

www.unipune.ac.in/dept/science/environmental_science/default.htm

বিষয়ে এম এসসি পড়ায়।

• জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

www.jnu.ac.in/ses

এখানকার স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এ এম এসসি ছাড়াও এম ফিল, পিএইচ ডি পড়ায়।

• দিল্লি বিশ্ববিদ্যালয়

www.du.ac.in/du/index.php?page=environmental-studies

এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এ এম এ/এম এসসি পড়ায়।

• দুন ইউনিভার্সিটি

এম এসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, এম এসসি এনভায়রনমেন্টাল সায়েন্স (ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্ট-এ স্পেশালাইজেশন সহ), এম টেক এনভায়রনমেন্টাল টেকনোলজি পড়ানো হয়

https://doonuniversity.org

• তেজপুর ইউনিভার্সিটি

এম এসসি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ায়।

www.tezu.ernet.in/denvsc

• নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, শিলং

এম এসসি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ায়।

https://nehu.ac.in/department/23/Environmental-Studies-Department

• সম্বলপুর ইউনিভার্সিটি

www.suniv.ac.in

• ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি

http://bangaloreuniversity.ac.in

• আলিগড় মুসলিম ইউনিভার্সিটি

www.amu.ac.in

এখানে ওয়াইল্ডলাইফ সায়েন্স এবং বায়োডাইভার্সিটি স্টাডিজ় অ্যান্ড ম্যানেজমেন্ট-এ এম এসসি পড়ায়।

• ড. রামমনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়, ফইজাবাদ

www.rmlau.ac.in/DeptEnvironmentalScience.aspx

এনভায়রনমেন্টাল সায়েন্সের নানান আনুষঙ্গিক বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যায়।

• টেরি স্কুল অব অ্যা়ডভান্সড স্টাডিজ় www.terisas.ac.in

এম এসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ় অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এম এসসি ক্লাইমেট সায়েন্স অ্যান্ড পলিসি, এম এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট-এর মতো নানা কোর্স আছে এই প্রতিষ্ঠানে।

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং

www.iirs.gov.in

এম টেক ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস করা যায়।

• এফআরআই, দেহরাদূন

এনভায়রমেন্ট সায়েন্সের আনুষঙ্গিক বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যায়।

http://www.fri.res.in/

• আইআইটি (ইন্ডিয়ান স্কুল অব মাইনস), ধানবাদ

www.iitism.ac.in/index.php/enviro

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এম টেক পড়ায়। বি টেক-এ ভর্তি হতে আইআইটি জয়েন্ট এবং এম টেক পড়তে গেট বা প্রতিষ্ঠান পরিচালিত পরীক্ষা দিতে হবে।

স্পেশালাইজেশন

ইকোলজি-বায়োডাইভার্সিটি, রিমোট সেন্সিং জিআইএস, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পলিউশন কন্ট্রোল টেকনোলজি অ্যান্ড রেমিডিয়েশন, টক্সিকোলজি, এনভায়রনমেন্টাল ল’ আন্ড এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট-এর মতো নানা ক্ষেত্রে স্পেশালাইজ়েশন করা যায়।

গবেষণা:

আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা করা যেতে পারে।

আর দেশের মধ্যে আইআইটি, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর, আইএসআই, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি), কেন্দ্রীয় ও রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ড, ইন্ডিয়ান ইনস্টিটিউ অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি), সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই), বায়োডাইভার্সিটি বোর্ড-এ গবেষণার সুযোগ থাকে। এ ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় তো গবেষণার সুযোগ রয়েছেই।

কাজ

স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, কেন্দ্রীয় ও রাজ্য ফরেস্ট সার্ভিস, বিভিন্ন এনজিও বিভাগ, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, আর্বান প্ল্যানিং, ওয়াটার রিসোর্স এবং এগ্রিকালচার, সোশ্যাল ডেভেলপমেন্ট, ডিস্টিলার, ফার্টিলাইজ়ার প্লান্ট, খনি, রিফাইনারি, টেক্সটাইল মিল, ইকো ট্যুরিজ়ম, এনভায়রনমেন্টাল জার্নালিজ়ম, এনভায়রনমেন্ট সেফটি ম্যানেজমেন্ট, পরিবেশের উপাদানের পরীক্ষানিরীক্ষা সংক্রান্ত গবেষণাগার, প্যাকেজ ড্রিংকিং ওয়াটার-এর মতো বিভিন্ন শিল্পে যোগ দিতে পারে এই বিষয়ের ছাত্রছাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Environmental Science
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE