Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Career

খেলার দুনিয়ায় হরেক পেশা

আইআইএম, রোহতকের কোর্সের মেয়াদ দু’বছর হলেও বিদেশি এই বিশ্ববিদ্যালয়ে পুরো পড়াশোনা করতে বাড়তি ছ’মাস লাগবে।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০০:৫৪
Share: Save:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, রোহতক-এ যাঁরা ‘এগজ়িকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট’ পড়ার সুযোগ পাবেন, তাঁরা ব্রিটেনের আলস্টার ইউনিভার্সিটি থেকে ‘মাস্টার’স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট’ ডিগ্রি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। দুই প্রতিষ্ঠানের গাঁটছড়ার ফলেই এটা সম্ভব হয়েছে। আইআইএম, রোহতকের কোর্সে যা পড়ানো হয়, সে সবই তাদের মাস্টার’স ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে আলস্টার ইউনিভার্সিটি। ওই প্রতিষ্ঠানের স্পোর্টস ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির সঙ্গে অনলাইন ইন্টার্নশিপেরও সুযোগ থাকবে পড়ুয়াদের। আইআইএম, রোহতকের কোর্সের মেয়াদ দু’বছর হলেও বিদেশি এই বিশ্ববিদ্যালয়ে পুরো পড়াশোনা করতে বাড়তি ছ’মাস লাগবে। যাঁরা এই কোর্সে যোগ দিতে ইচ্ছুক ছিলেন, তাঁদের অনলাইনে প্রতিষ্ঠান পরিচালিত ‘স্পোর্টস অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট টেস্ট’ দিতে হল। এর পরে থাকবে পার্সোনাল ইন্টারভিউ। আইআইএম, রোহতকের দাবি, আলস্টার ইউনিভার্সিটি ছাড়াও ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকো, লিডস বেকেট ইউনিভার্সিটি (ব্রিটেন), জ়ুরিখ ইউনিভার্সিটি (সুইৎজ়ারল্যান্ড), ইউনিভার্সিটি অব পোর্তো (পর্তুগাল), ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি (কানাডা), ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন (আমেরিকা) এবং ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি-র (ফিনল্যান্ড) স্পোর্টস ম্যানেজমেন্ট-এ বিশেষজ্ঞ ফ্যাকাল্টির সঙ্গেও তারা গাঁটছড়া বেঁধেছে। স্কলারশিপ পাবেন সেই প্রার্থীরা, যাঁরা এশিয়ান, কমনওয়েলথ বা অলিম্পিক্সের কোনও প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে স্পোর্টস ইন্ডাস্ট্রি বা ক্রীড়া শিল্প খুব দ্রুত বাড়ছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে এই ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা। বিশেষত স্পোর্টস মার্কেটিং, স্পোর্টস ল’, ফিনানশিয়ালস অব স্পোর্টস, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, স্পনসরশিপ, স্পোর্টস অর্গানাইজ়েশন-এ কাজের সুযোগ রয়েছে স্পোর্টস ম্যানেজমেন্টের পেশাদারদের। কোর্সটি সম্পর্কে জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.iimrohtak.ac.in

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Career Sports
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE