• painting
  • মৃণাল ঘোষ
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

চিত্রকলা ও ভাস্কর্য ২

বিস্ময়ের কল্পনাদীপ্ত উন্মোচন

  • painting

পানিহাটি আর্টিস্ট ফোরাম-এর ১৭ জন শিল্পীর সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। তপনকুমার দাস, জয়তী মুখোপাধ্যায় ভাস্কর। দিলীপ দেবনাথ সুসংহত আঙ্গিকে তাঁর ছবির রাজনৈতিক চেতনা বিশেষ অভিঘাত সৃষ্টি করেছে। শিশুর বিস্ময়কে কল্পনাদীপ্ত ভাবে উন্মোচিত করেছেন দিব্যেন্দু সেনগুপ্ত তাঁর ছবিতে। ভাবনা, আঙ্গিকের বৈচিত্র প্রদর্শনীর প্রধান বৈশিষ্ট্য। প্রকরণের দিক থেকে শিখা সিংহের নিসর্গ-রচনাটি দৃষ্টি আকর্ষণ করে।


প্রদর্শনী

চলছে

সিমা: • মনসুর আলি২০ পর্যন্ত।

অ্যাকাডেমি: • অমিতাভ ভট্টাচার্য, মিলন দাশ প্রমুখ ১৯ পর্যন্ত।

গৌতম পাল ১৯ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • অমর মণ্ডল, অঞ্জন সেনগুপ্ত প্রমুখ ১৭ পর্যন্ত।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন