Advertisement
২৪ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রকৃতি ও জীবনের রূপকল্প

সুমিতা সেন স্নাতকশিক্ষা শেষ করে আলোকচিত্র চর্চায় নিমগ্ন হন। পরে চিত্রকলায়। ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’-এ শিখেছেন। সব অভিজ্ঞতা ও প্রকরণকে কাজে লাগিয়ে অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর প্রথম একক ‘মেটামরফোসিস’।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০০:০১
Share: Save:

সুমিতা সেন স্নাতকশিক্ষা শেষ করে আলোকচিত্র চর্চায় নিমগ্ন হন। পরে চিত্রকলায়। ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’-এ শিখেছেন। সব অভিজ্ঞতা ও প্রকরণকে কাজে লাগিয়ে অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর প্রথম একক ‘মেটামরফোসিস’। দেশীয় ঐতিহ্যগত আঙ্গিক দিয়ে শুরু করে ক্রমান্বয়ে তা রূপান্তরিত হয়েছে। বিশ্লেষণাত্মক অভিব্যক্তিবাদী ধারা গেছে নিরবয়বের দিকে। প্রকৃতি ও জীবনের নানা রূপকে দ্রবীভূত করেছেন।

প্রদর্শনী

চলছে

সিমা: ‘সিমা অ্যাওয়ার্ড শো’ ১২ এপ্রিল পর্যন্ত।

অ্যাকাডেমি: সুমন দে, শুক্লা ভট্টাচার্য প্রমুখ ৬ এপ্রিল পর্যন্ত।

ইন্টার-ন্যাশনাল ক্যালেণ্ডার প্রদর্শনী পরশু শেষ।

বিড়লা অ্যাকাডেমি: • অরুণা, অমৃত, প্রমুখ কাল শেষ।

ভবতোষ সুতার, ছত্রপতি দত্ত প্রমুখ ১৯ এপ্রিল পর্যন্ত।

মায়া আর্ট: উত্‌পল সরকারের ‘ওয়াইল্ডলাইফ...’। কাল শেষ।

আইসিসিআর: প্রবাল রায় কাল শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE