বাঙালি অঙ্ক শুনলেই যাঁকে গড় করে, সেই কে সি নাগকে নিয়ে লিখব শুনে এক সহকর্মী বলেছিলেন, একটু জিজ্ঞেস কোরো তো ওঁর বাড়ির লোকেদের, এত কঠিন কঠিন অঙ্ক উনি কী করে বানাতেন?শিশির রায়