শুধু বর্তমান পঞ্চায়েত প্রধানই এই ক্যাম্পেনে অংশ নিতে পারবেন। প্রাক্তন পঞ্চায়েত প্রধানরা পারবেন না।
এই ক্যাম্পেনে পঞ্চায়েত প্রধান শুধু নিজেকেই মনোনীত করতে পারবেন।
পঞ্চায়েত প্রধান শুধু তাঁর মেয়াদে শুরু করা প্রকল্পগুলিকেই উপস্থাপন করতে পারবেন।
সম্পূর্ণ শেষ হওয়া প্রকল্পগুলিকেই এই ক্যাম্পেনের জন্যে বেছে নেওয়া হবে।
শুধু ১ জানুয়ারি, ২০২১ কিংবা আবেদনকারী অধ্যক্ষের দফতরের তরফে নির্ধারিত দিন (দু’য়ের মধ্যে যেটি দেরিতে) থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ -এর মধ্যে শেষ হওয়া প্রকল্পগুলিই শুধুমাত্র এই ক্যাম্পেনে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
এই ক্যাম্পেনে যে প্রকল্পগুলি উপস্থাপন করা হবে, সেগুলির উপরে যেন কোনও রকম আইনি অভিযোগ না থাকে। এই সংক্রান্ত তথ্য একটি স্ব-স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে তা পেশও করতে হবে।
ফর্ম জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেলে আর কোনও আবেদন বৈধ বলে গ্রাহ্য করা হবে না।
ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
নিজস্ব বিবেচনার ভিত্তিতে জুরি সদস্যরা জমা পড়া প্রকল্পগুলির যথাযথ মূল্যায়ন করবেন।
জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে।
‘আল্ট্রাটেক সিমেন্ট’ এবং ‘আনন্দবাজার ডট কম’, যে কোনও সময়ে ‘আল্ট্রাটেক যশস্বী প্রধান’ ক্যাম্পেনটিকে স্থগিত বা প্রসারিত করতে পারে।
ক্যাম্পেনে নিজেদের নাম নথিভুক্ত করার পরে অংশগ্রহণকারী এবং আবেদনকারীদের জন্য বিশেষ কোনও অধিকার বা সুবিধা প্রদান করা হবে না।
এই ক্যাম্পেনের সমস্ত স্বত্ব শুধু ‘আল্ট্রাটেক’ এবং ‘আনন্দবাজার ডট কম’-এর কাছেই থাকবে। ক্যাম্পেনে অংশগ্রহণকারী কিংবা আবেদনকারীরা এটি ব্যবহার করতে পারবেন না।
এই ক্যাম্পেনে উপস্থাপিত প্রকল্পগুলি সম্পর্কে তৃতীয় পক্ষের কোনও দাবি, আর্জি বা অভিযোগ থাকলে ‘আল্ট্রাটেক’ এবং ‘আনন্দবাজার ডট কম’ কোনও ভাবে দায়ী থাকবে না।
‘যশস্বী প্রধান’ ক্যাম্পেনে অংশগ্রহণের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৫।