03366716600
হেল্পলাইন নম্বর
ফর্ম শেয়ার করুন

আল্ট্রাটেক জানায় আন্তরিক সম্মান সেই সব গ্রাম প্রধানদের, যাঁরা গ্রামের বিকাশের মাধ্যমে দেশের উন্নতিতে করেছে যোগদান।

এক নজরে

  • 0

    জেলা
  • 0

    সমিতি
  • 0

    পঞ্চায়েত প্রধান
  • 0

    রেজিস্ট্রেশন
শর্তাবলী
  • ১.

    শুধু বর্তমান পঞ্চায়েত প্রধানই এই ক্যাম্পেনে অংশ নিতে পারবেন। প্রাক্তন পঞ্চায়েত প্রধানরা পারবেন না।

  • ২.

    এই ক্যাম্পেনে পঞ্চায়েত প্রধান শুধু নিজেকেই মনোনীত করতে পারবেন।

  • ৩.

    পঞ্চায়েত প্রধান শুধু তাঁর মেয়াদে শুরু করা প্রকল্পগুলিকেই উপস্থাপন করতে পারবেন।

  • ৪.

    সম্পূর্ণ শেষ হওয়া প্রকল্পগুলিকেই এই ক্যাম্পেনের জন্যে বেছে নেওয়া হবে।

  • ৫.

    শুধু ১ জানুয়ারি, ২০২১ কিংবা আবেদনকারী অধ্যক্ষের দফতরের তরফে নির্ধারিত দিন (দু’য়ের মধ্যে যেটি দেরিতে) থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ -এর মধ্যে শেষ হওয়া প্রকল্পগুলিই শুধুমাত্র এই ক্যাম্পেনে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

  • ৬.

    এই ক্যাম্পেনে যে প্রকল্পগুলি উপস্থাপন করা হবে, সেগুলির উপরে যেন কোনও রকম আইনি অভিযোগ না থাকে। এই সংক্রান্ত তথ্য একটি স্ব-স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে তা পেশও করতে হবে।

  • ৭.

    ফর্ম জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেলে আর কোনও আবেদন বৈধ বলে গ্রাহ্য করা হবে না।

  • ৮.

    ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

  • ৯.

    নিজস্ব বিবেচনার ভিত্তিতে জুরি সদস্যরা জমা পড়া প্রকল্পগুলির যথাযথ মূল্যায়ন করবেন।

  • ১০.

    জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে।

  • ১১.

    ‘আল্ট্রাটেক সিমেন্ট’ এবং ‘আনন্দবাজার ডট কম’, যে কোনও সময়ে ‘আল্ট্রাটেক যশস্বী প্রধান’ ক্যাম্পেনটিকে স্থগিত বা প্রসারিত করতে পারে।

  • ১২.

    ক্যাম্পেনে নিজেদের নাম নথিভুক্ত করার পরে অংশগ্রহণকারী এবং আবেদনকারীদের জন্য বিশেষ কোনও অধিকার বা সুবিধা প্রদান করা হবে না।

  • ১৩.

    এই ক্যাম্পেনের সমস্ত স্বত্ব শুধু ‘আল্ট্রাটেক’ এবং ‘আনন্দবাজার ডট কম’-এর কাছেই থাকবে। ক্যাম্পেনে অংশগ্রহণকারী কিংবা আবেদনকারীরা এটি ব্যবহার করতে পারবেন না।

  • ১৪.

    এই ক্যাম্পেনে উপস্থাপিত প্রকল্পগুলি সম্পর্কে তৃতীয় পক্ষের কোনও দাবি, আর্জি বা অভিযোগ থাকলে ‘আল্ট্রাটেক’ এবং ‘আনন্দবাজার ডট কম’ কোনও ভাবে দায়ী থাকবে না।

  • ১৫.

    ‘যশস্বী প্রধান’ ক্যাম্পেনে অংশগ্রহণের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৫।

প্রশ্নোত্তর