ভিডিয়ো
Kalpana Mondal Bus Driver
কল্পনা মণ্ডল, পেশাগত লিঙ্গ-বৈষম্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া মানুষগুলোর একজন। বছর আষ্টেক আগে বাসচালক বাবা দুর্ঘটনার কবলে পড়ে। তিনমাস শয্যাশায়ী থাকার পর কাজে ফিরলেও পায়ের যন্ত্রণায় সারা দিনে দুটোর বেশি ট্রিপ করা হয়ে উঠত না। সংসারের স্টিয়ারিং নিজের হাতে তুলে নিতে বাস ড্রাইভিং-কেই পেশা হিসেবে বেছে নেয় সেদিনের পনেরো বছরের কিশোরি। থার্টিফোর-সি রুটের বাসে যাদের নিত্য যাতায়াত, তারা চেনেন হয়ত। তথাকথিত ‘পুরুষালি’ পেশায় চারবছর ধরে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে কাজ করে চলেছে কল্পনা।