বিমানের অভ্যন্তরে গোলযোগ। তবে এ কোনও যান্ত্রিক গোলযোগ নয়। শৌচালয়ে সমস্যা থাকায় প্রায় চার ঘণ্টা ডাবলিন বিমানবন্দরেই আটকে ছিল। জানা গিয়েছে, নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করার কথা ছিল ওই বিমানটি দেড় ঘণ্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোর কারণে অনেক যাত্রীই তাঁদের পরবর্তী বিমানে উঠতে পারেননি।
এক বিমানকর্মী জানিয়েছেন, শৌচালয়ে একটি নল মেরামত করা হয়েছিল। কারণ, নলের বেশ কিছু জায়গায় ফেটে যায়। ঠিক তখনই কেউ শৌচালয়ে যান এবং ব্যবহারের পর আবার সমস্যা দেখা দেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর নেদারল্যান্ডসগামী অন্য একটি বিমান আনা হলে যাত্রীদের মধ্যে তাড়াহুড়ো লেগে যায়। এক বিমান থেকে অন্য বিমানে মালপত্র ওঠাতে প্রচুর সময় লাগে।
এরই মধ্যে একজন সিঁড়ি দিয়ে বিমানে ওঠার সময় পড়ে যান। তাঁকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ৩টেয় যে বিমানটি ছাড়ার কথা ছিল, তা অবশেষে রাত ৯টায় ডাবলিন বিমানবন্দর থেকে ওড়ে।