দিনের শুরু থেকে রাত, চা অনেকেরই নিত্যসঙ্গী।

ছবি: সংগৃহীত

তবে প্রতি দিনের ব্যবহারে চায়ের ছাঁকনি নোংরা হয়ে যায় বা কালো হতে শুরু করে।

ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন একই ছাঁকনি ব্যবহার করার ফলে একটা ময়লার আস্তরণ পড়ে। ফলে পরিষ্কারের কাজটি সহজে হয় না! তবে উপায়?

ছবি: সংগৃহীত

ছাঁকনি পরিষ্কার করতে একটি পাত্রে গরম জল এবং চার চা-চামচ বেকিং সোডা নিন।

ছবি: সংগৃহীত

ছাঁকনিটিকে মিশ্রণে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখুন। তার পর একটি ব্রাশ দিয়ে ছাঁকনিটি একটু ঘষে নিন।

ছবি: সংগৃহীত

 খুব বেশি নোংরা হলে জলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

 স্টিলের ছাঁকনি পরিষ্কার করতে গ্যাস জ্বালিয়ে কিছু সময়ের জন্য ছাঁকনিটি আগুনের উপর রাখুন।

ছবি: সংগৃহীত

এর ফলে ময়লা গলে যাবে বা ফুলে উঠবে। ফলে ছাঁকনি পরিষ্কার করা সহজ হবে।

ছবি: সংগৃহীত