প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছে না হিমাচল প্রদেশের। বৃষ্টি থামলেও, ভূমিধসের ঘটনা ঘটেই চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর।

প্রতি দিনই ধস নামছে। ইতিমধ্যেই ১৭ হাজার ১২০টি ধসপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ৬৭৫টি এলাকা অত্যন্ত বিপদসঙ্কুল।

এরই মাঝে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সাধারণ মানুষকে দায়ী করেছেন আইআইটি মান্ডির ডিরেক্টর লক্ষ্মীধর বেহরা।

লক্ষ্মীধরের মতে, মাংস খাওয়ার কারণে বিপর্যয়ে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমাচল প্রদেশ।

‘প্রকৃতির সঙ্গে পশুপাখির গভীর সম্পর্ক। মানুষ তাদেরই মাংস খাচ্ছে’, বলেছেন লক্ষ্মীধর।

আইআইটি মান্ডির ডিরেক্টর আরও বলেন, ‘মাংস খাওয়া বন্ধ না করলে হিমাচল প্রদেশ ধ্বংস হয়ে যাবে।’

এর আগে পশুর মাংস না খাওয়ার জন্য শিশুদের শপথগ্রহণ করাতে দেখা গিয়েছিল লক্ষ্মীধর বেহরাকে।

আইআইটি মান্ডির ডিরেক্টর লক্ষ্মীধর বেহরার এই বক্তব্য ঘিরে শোরগোল সমাজমাধ্যমে।