যে কোনও মাটিতেই বেড়ে উঠতে পারে যে পাঁচ গাছ।

ছবি: সংগৃহীত

আপনিও কি বাগানের জন্য এমন একটি গাছ খুঁজছেন যা সহজেই বেড়ে উঠতে পারে?

ছবি: সংগৃহীত

 যে কোনও ধরনের মাটিতে জন্মায় এবং খুব বেশি যত্নের প্রয়োজন হবে না এমন ৫টি গাছের সন্ধান রইল।

ছবি: সংগৃহীত

ল্যাভেন্ডার

সুন্দর গন্ধযুক্ত এবং বেগুনি ফুলের এই গাছটি খারাপ মাটিতেও বৃদ্ধি পেতে পারে। খুব বেশি জলের প্রয়োজন হয় না।

ছবি: সংগৃহীত

অ্যালো ভেরা

  যে কোনও ধরনের মাটিতে জন্মায় এবং বৃদ্ধি পায় অ্যালো ভেরা।

ছবি: সংগৃহীত

ক্যালেন্ডুলা

 ছোট ছোট কমলা রঙের ক্যালেন্ডুলা ফুলের গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন নেই। এটি যে কোনও মাটিতেই ভাল থাকে।

ছবি: সংগৃহীত

অ্যাচিলিয়া

 অ্যাচিলিয়া গাছটি আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে। এটি যে কোনও মাটিতে দ্রুত বৃদ্ধি পাবে।

ছবি: সংগৃহীত

টোম্যাটো

 টোম্যাটো গাছ রোদে দ্রুত বাড়ে। সামান্য যত্নেই এই গাছ ভাল থাকে।

ছবি: সংগৃহীত