অযোধ্যায় রামমন্দির দর্শন ছাড়াও আর কোথায় কোথায় ঘুরতে যাবেন?

ছবি: সংগৃহীত

‘সীতা রসোই’

রামমন্দিরের পরিসরে অবস্থিত ‘সীতা রসোই’-ও কিন্তু দর্শনীয়। কথিত আছে, এখানেই  রান্না করতেন সীতা।

ছবি: সংগৃহীত

তুলসী স্মৃতিসৌধ

রামচরিতমানসের রচয়িতা তুলসীদাসের স্মৃতিতে নির্মিত এই ভবনে বিশাল একটি গ্রন্থাগার রয়েছে।

ছবি: সংগৃহীত

মতি মহল

মতি মহল অযোধ্যার বিখ্যাত স্থানগুলির মধ্যে অন্যতম। মুঘল আমলে তৈরি স্থাপত্যের সুন্দর নিদর্শন রয়েছে এখানে।

ছবি: সংগৃহীত

ছোট ছাউনি

 ছোট ছাউনির গুহাগুলি অযোধ্যায় আসা পর্যটকদের ভীষণ ভাবে আকর্ষণ করে।

ছবি: সংগৃহীত

রাজা মন্দির

সরযূ নদীর তীরে অবস্থিত রাজা মন্দিরের জাঁকজমক এবং এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ছবি: সংগৃহীত

বহু বেগমের সমাধি

অযোধ্যার বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি হল বহু বেগমের সমাধি। 

ছবি: সংগৃহীত

সরযূ নদী

অযোধ্যায় এসে সরযূ নদীতে নৌকাবিহার করতে ভুলবেন না। ঘাটের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।

ছবি: সংগৃহীত