‘ভূত’ মানুন, ছাই না মানুন, ‘ভূতের’ গল্পে মজা পান অনেকেই।

ছবি: সংগৃহীত

খোদ কলকাতাতেই রয়েছে বেশ কিছু ‘ভূতুড়ে’ জায়গা! যেখানে সন্ধ্যা নামলেই নাকি শুরু হয় অদ্ভূত সব ক্রিয়াকলাপ।

ছবি: সংগৃহীত

কলকাতার ‘ভৌতিক’ স্থানগুলির তালিকায় ন্যাশনাল লাইব্রেরি, রবীন্দ্র সরোবর মেট্রোর পাশাপাশি রয়েছে নিমতলা ঘাটের নামও।

ছবি: সংগৃহীত

  এই নিমতলা ঘাট ঘিরে প্রচলিত রয়েছে বহু কাহিনি।

ছবি: সংগৃহীত

কথিত আছে, মাঝরাতে নিমতলা ঘাট থেকে হাসি, কান্না এমনকি চিৎকারের শব্দও ভেসে আসে!

ছবি: সংগৃহীত

মধ্য কলকাতার এই শ্মশানঘাট শহরের অন্যতম প্রাচীন ঘাট।

ছবি: সংগৃহীত

কালীপুজোর রাতে এখানে এখনও আরাধনায় বসেন আঘোরি সাধুরা।

ছবি: সংগৃহীত

সে সময় এই শ্মশানঘাটে রহস্যময় কিছুর উপস্থিতি আরও বেশি অনুভব করেছেন কেউ কেউ!

ছবি: সংগৃহীত