বিশ্বের শীর্ষ সাত কনিষ্ঠতম কোটিপতিদের তালিকায় কারা?

ছবি: সংগৃহীত

ক্লেমেন্তে দেল ভেচিও

 ইটালির ১৯ বছর বয়সি ক্লেমেন্তে দেল ভেচিওর মোট সম্পত্তির মূল্য ৩৯০ কোটি বিলিয়ন। ‘রে-ব্যান’-এ তাঁর অংশীদারিত্ব রয়েছে।

ছবি: সংগৃহীত

কেভিন ডেভিড লেহম্যান

২১ বছর বয়সি কেভিন ডেভিড লেহম্যান, জার্মানির একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিপণন চেনের অংশীদার। ২৫০ কোটি বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে তাঁর৷

ছবি: সংগৃহীত

কিম জং-ইয়ুন

দক্ষিণ কোরিয়ার ১৯ বছর বয়সি কিম জং-ইউন অনলাইন গেমিংয়ের মাধ্যমে ১৩০ কোটি বিলিয়ন আয় করেছেন।

ছবি: সংগৃহীত

কিম জং-মিন

 কিম জুং-ইয়ুনের ২১ বছর বয়সি বোন কিম জুং-মিনও গেমিং সংস্থা ‘নেক্সন’-এর এক জন শেয়ার হোল্ডার। তাঁর সম্পত্তির মূল্য ১৩০ কোটি বিলিয়ন ডলার।

ছবি: সংগৃহীত

লুকা দেল ভেচিও

 ক্লেমেন্তে দেল ভেচিওর ২২ বছর বয়সি ভাই লুকা দেল ভেচিও ৩৯০ কোটি বিলিয়নের মালিক।

ছবি: সংগৃহীত

আলেকজান্দ্রা আন্দ্রেসেন

নরওয়ের ২৭ বছর বয়সি আলেকজান্দ্রা আন্দ্রেসেন বিনিয়োগের মাধ্যমে ১৫০ কোটি বিলিয়ন ডলারের সম্পত্তি করেছেন।

ছবি: সংগৃহীত

লিওনার্দো মারিয়া দেল ভেচিও

 ভেচিও পরিবারের উত্তরাধিকারী ২৮ বছর বয়সী লিওনার্দো মারিয়া দেল ভেচিও-র মোট সম্পত্তির পরিমাণ ৩৯০ কোটি বিলিয়ন।

ছবি: সংগৃহীত