কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমে অবস্থিত পদ্মনাভস্বামী মন্দির। দেশ, এমনকি সারা বিশ্বে এই মন্দিরের বিশেষ খ্যাতি রয়েছে।

ছবি: সংগৃহীত

বলা হয়, ভারতের সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভস্বামী মন্দির।  

ছবি: সংগৃহীত

এই মন্দিরের অন্যতম আকর্ষণ দ্রাবিড় সভ্যতার ভাস্কর্য। ভগবান বিষ্ণু বিরাজ করেন এই মন্দিরে।

ছবি: সংগৃহীত

কথিত আছে, পদ্মনাভস্বামী মন্দিরের ভল্টে রয়েছে প্রচুর গুপ্তধন। এই গুপ্তধনের পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকা।

ছবি: সংগৃহীত

প্রচলিত বিশ্বাস, মন্দিরের মধ্যেকার ছয়টি বেসমেন্টের মধ্যেই রাখা আছে এই বিপুল গুপ্তধন।

ছবি: সংগৃহীত

 প্রত্যেকটি বেসমেন্টের আলাদা আলাদা নাম আছে। ইংরেজি এ থেকে এফ বর্ণমালা অনুসারে এক একটি বেসমেন্টের নামকরণ করা হয়েছে।  

ছবি: সংগৃহীত

সুপ্রাচীন সুবিশাল এই ধনভান্ডার পরিপূর্ণ মহামূল্যবান রত্ন, সোনা এবং আরও নানা অ্যান্টিক সামগ্রীতে। 

ছবি: সংগৃহীত

এত বিপুল ধনসম্পদ থাকলেও এই মন্দিরে কোনও দিন চুরি হয় না। কারণ কথিত আছে, এই বিপুল ধনভান্ডার আগলে রেখেছেন স্বয়ং বিষ্ণু।

ছবি: সংগৃহীত