অন্যের মনের হদিস জানতে পারলে বহু সমস্যার সমাধান হয়ে যায় এক নিমেষে। কিন্তু কী ভাবে জানবেন অন্যের মনে কী চলছে?

ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কৌশল অনুসরণ করলে অপর ব্যক্তির মনের ভাব কিছুটা হলেও বুঝতে পারা যেতে পারে।

ছবি: সংগৃহীত

হাসি

 হাসি আসল না নকল তা জানতে মুখভঙ্গির দিকে নজর রাখুন।

ছবি: সংগৃহীত

হাঁটার ধরন

 কেউ মাথা নিচু করে হাঁটলে বা হাঁটার ধরন পরিবর্তন করলে হতে পারে তাঁর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।

ছবি: সংগৃহীত

তাকানো

কেউ ডান দিকে তাকিয়ে উপরে তাকালে হতে পারে তিনি মিথ্যা বলছেন। বাম দিকে তাকিয়ে নীচে তাকালে হতে পারে তিনি কিছু মনে করতে চাইছেন।

ছবি: সংগৃহীত

হাতের অঙ্গভঙ্গি

কোনও মিটিংয়ে কিছু বলার ক্ষেত্রে যদি সম্পূর্ণ ভাবে কেউ হাত তোলেন, সে ক্ষেত্রে তাঁর বক্তব্য স্পষ্ট হতে পারে। অন্য দিকে হাত তোলার ক্ষেত্রে ইতস্তত করা জবাবের অস্পষ্টতা বোঝায়।

ছবি: সংগৃহীত

অভিব্যক্তি বদল

কেউ কোনও বিষয় সন্দিহান হলে সেই বিষয়ে সঠিক কথা শুনলে তৎক্ষণাৎ তাঁর অভিব্যক্তি বদলে যায়।

ছবি: সংগৃহীত

ব্যক্তিত্ব 

প্রত্যেকের পরিস্থিতি পর্যালোচনা, সমস্যা সমাধানের ধরন ভিন্ন। এই সব দেখেও মানুষটি সম্পর্কে কিছু বুঝতে পারা যেতে পারে।

ছবি: সংগৃহীত