ছোট ঘর বিশেষ ভাবে সাজালে সুন্দর এবং বড় দেখাবে। 

ছবি: সংগৃহীত

ঘর যদি ছোট হয়, তবে এটি সাজানোর সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। 

ছবি: সংগৃহীত

ছোট ঘরে অনেক পর্দা, বড় প্রিন্টের বিছানার চাদর, সোফার কভার ব্যবহার করা উচিত নয়।

ছবি: সংগৃহীত

বড় প্রিন্ট পর্দা, বিছানার চাদর, সোফার কভার থাকলে ঘরটিকে আরও ছোট দেখায়। 

ছবি: সংগৃহীত

গাঢ় রঙের পরিবর্তে হালকা রং ব্যবহার করলে  ঘর সুন্দর দেখাবে।

ছবি: সংগৃহীত

বিছানার চাদর হালকা রঙের হলে মানানসই অন্য রঙের বালিশের ঢাকা ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

দেওয়ালে বিভিন্ন আকৃতির পেন্টিং, ফ্রেম বা পোস্টার না লাগিয়ে একটিই ছবি রাখুন মাঝারি মাপের। 

ছবি: সংগৃহীত

ঘরের সর্বত্র জিনিস রাখার বদলে কয়েকটি কোণ ফাঁকা রাখলে ঘরকে আরও প্রশস্ত দেখাবে।

ছবি: সংগৃহীত

ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন, বাল্ব এক জায়গায় না বসিয়ে বিভিন্ন জায়গায় বসান।

ছবি: সংগৃহীত