গুগলের প্রাক্তন কর্মী বেঙ্গালুরুতে উবর মোটরবাইক চালাচ্ছেন। কেন এমন কাজ বেছে নিয়েছেন তিনি? কারণটা জানলে অবাক হবেন।

ছবি: সংগৃহীত

 বেঙ্গালুরুতে এক জন উবর মোটো রাইড বুকিং করেছিলেন৷ সেখানে মোটরবাইক চালক সম্পর্কে এই তথ্যটি প্রকাশ্যে এসেছে।

ছবি: সংগৃহীত

রাঘব দুয়া নামে এক জন ব্যবহারকারীর পোস্ট করা ভিডিয়ো থেকে গুগলের এই প্রাক্তন কর্মী সম্পর্কে জানা যায়।

ছবি: সংগৃহীত

 রাঘব তাঁর পোস্টে লিখেছেন, তাঁর উবর ড্রাইভার গুগলের এক জন প্রাক্তন কর্মী। দিন কুড়ি আগে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে এসেছেন তিনি।

ছবি: সংগৃহীত

 যদিও রাঘবের অনুমান গুগল কর্মী শহর ঘুরে দেখার জন্য এই কাজ বেছে নিয়েছেন।

ছবি: সংগৃহীত

 সমাজমাধ্যমে রাঘবের এই পোস্টটি বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ছবি: সংগৃহীত

 কর্পোরেট জগত ছেড়ে বেঙ্গালুরুতে অ্যাপ বাইকচালকের কাজ করার ঘটনা এর আগেও প্রকাশ্যে এসেছিল। 

ছবি: সংগৃহীত

 মনে করা হয়, বেঙ্গালুরু বাইরে থেকে আসা মানুষদের কাছে কর্মজগতে নতুন পথের দিশারী। কর্পোরেট জগতের ওঠাপড়ার বাইরে শহরের অলিগলি ঘুরে দেখতেই এমন কাজ অনেকে বেছে নেন৷

ছবি: সংগৃহীত