রসগোল্লা, সন্দেশ দেখলে লোভ সামলাতে পারেন না অনেকেই!

ছবি: সংগৃহীত

নরম তুলতুলে রসে টইটম্বুর এই মিষ্টির প্রতি বাঙালির ভালবাসা চিরকালের। ছ’টি ভিন্ন স্বাদের রসগোল্লার হদিস রইল।

ছবি: সংগৃহীত

কেশর রসগোল্লা

কেশরের গন্ধযুক্ত হালকা হলুদ এই রসগোল্লা শেষপাতে মিষ্টিমুখের জন্য আদর্শ।

ছবি: সংগৃহীত

অঙ্গুরি রসগোল্লা

 ছানা এবং সুজি দিয়ে তৈরি এই রসগোল্লা আকারে ছোট হলেও এর স্বাদ অতুলনীয়।

ছবি: সংগৃহীত

নলেন গুড়ের রসগোল্লা

শীতে গুড় দিয়ে যেমনই মিষ্টি হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সব কিছু হার মানে।

ছবি: সংগৃহীত

নারকেল রসগোল্লা

 এই রসগোল্লা দুধ, চিনি এবং নারকেল দিয়ে তৈরি হয়। গরমকালে এর চাহিদা থাকে।

ছবি: সংগৃহীত

বাটারস্কচ রসগোল্লা

 এই সুস্বাদু রসগোল্লা তৈরি করা হয় ছানা এবং বাটারস্কচ পাউডার মিশিয়ে। ফিউশন মিষ্টির মধ্যে এই ধরনের রসগোল্লাও বেশ জনপ্রিয়।

ছবি: সংগৃহীত

কমলালেবু রসগোল্লা

 কমলালেবুর গন্ধযুক্ত এই রসগোল্লা সাধারণ রসগোল্লার তুলনায় আকারে কিছুটা বড় হয়। 

ছবি: সংগৃহীত