কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও শিণ্ডে এবং রাজকুমারী প্রিয়দর্শিনী রাজে শিণ্ডের কন্যা অনন্যা।

ছবি: সংগৃহীত

অনন্যা রাজে শিণ্ডে পারিবারিক সূত্রে গোয়ালিয়র-বরোদার রাজকন্যাও বটে!

ছবি: সংগৃহীত

মাত্র ২১ বছর বয়সেই কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালকিন তিনি। শুধু তা-ই নয়, মুম্বইয়ে একটি ভ্রমণ সংস্থাও রয়েছে তাঁর।

ছবি: সংগৃহীত

তাঁর বাবা জ্যোতিরাদিত্য শিণ্ডে, ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

ছবি: সংগৃহীত

বাবার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বৈঠকে অংশ নেন দিল্লিতে থেকে পড়াশোনা করা অনন্যা।

ছবি: সংগৃহীত

অ্যাপলের ‘ডিজ়াইনিং টিম’-এ শিক্ষানবীশ হিসাবে কাজ করেছেন তিনি।

ছবি: সংগৃহীত

তার আগে অপর একটি বেসরকারি সংস্থা ‘স্ন্যাপচ্যাট’-এও শিক্ষানবীশ ছিলেন জ্যোতিরাদিত্য-কন্যা। এমনকি ফুটবল খেলাতেও পারদর্শী তিনি।

ছবি: সংগৃহীত