সাত রকমের পরিচয় ছাড়া আরও অন্যান্য পরিচয়ের মানুষদের অন্তর্ভুক্ত এবং স্বীকার করার উদ্দেশ্যে বর্ণবন্ধের শেষে ‘+’ চিহ্নটি উল্লেখ করা হয়।

ছবি: সংগৃহীত

 ‘এলজিবিটিকিউআইএ+’

 এল— লেসবিয়ান

কেমব্রিজ অভিধানে এই শব্দটিকে বিশেষ্য এবং সর্বনাম হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে কোনও মহিলা মানসিক, শারীরিকভাবে অপর মহিলার প্রতি আকর্ষণ অনুভব করেন। 

ছবি: সংগৃহীত

 জি— গে

 মহিলাদের মতোই সমকামী পুরুষদের বোঝাতে এই শব্দের  উল্লেখ করা হয়েছে।

ছবি: সংগৃহীত

বি— বাইসেক্সুয়াল

এই শব্দের দ্বৈত অর্থ রয়েছে— এটি বিশেষ্য এবং সর্বনাম উভয় হিসাবেই ব্যবহৃত হয়। উভকামীদের বোঝাতে এই শব্দ উল্লেখ করেছে ‘মেরিয়ম ওয়েবস্টার’ অভিধান। 

ছবি: সংগৃহীত

 টি— ট্রান্সজেন্ডার

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাঁদের যৌন পরিচয় পরিবর্তিত হয়, তাঁদের বোঝাতে অভিধানে এই শব্দের উল্লেখ করা হয়েছে।

ছবি: সংগৃহীত

কিউ— কুইয়ার

 সমাজের তথাকথিত যৌন পরিচয়ের বাইরে সমকামী, উভকামী ইত্যাদি বিভিন্ন পরিচয়কে সম্মিলিত ভাবে বোঝাতে এই শব্দের উল্লেখ করা হয়েছে।

ছবি: সংগৃহীত

আই— ইন্টারসেক্সুয়াল

সকলকে অন্তর্ভুক্ত এবং স্বীকার করতে এই ‘এলজিবিটিকিউআইএ+’-তে ‘ইন্টারসেক্স’-কেও যোগ করা হয়েছে।

ছবি: সংগৃহীত

এ— এসেক্সুয়াল

 যাঁরা কোনও প্রকার শারীরিক আকর্ষণ অনুভব করেন না, তাঁদের বোঝাতে এই শব্দের উল্লেখ করা হয়েছে।

ছবি: সংগৃহীত