আখরোটের খোসা ফাটাতে হাতুড়ি লাগবে না। এই সহজ টিপ্‌স অনুসরণ করুন।

ছবি: সংগৃহীত

সকালের জলখাবারের সঙ্গে আনেকেই বাদাম এবং আখরোট খেতে পছন্দ করেন।

ছবি: সংগৃহীত

তবে পুষ্টিগুণে ভরপুর এই আখরোটের খোসা ছাড়াতেই বেশ বেগ পেতে হয়।

ছবি: সংগৃহীত

তবে সমাধানের একটি উপায় রয়েছে। সহজ একটি টোটকা মানলে আখরোটের খোসা খুলে আসবে হাতের আলতো চাপেই!

ছবি: সংগৃহীত

এর জন্য, খোসা সমেত  আখরোটগুলি অন্তত ১০ মিনিট ধরে জলে ভাল করে ফুটিয়ে নিন।

ছবি: সংগৃহীত

জল থেকে তুলে আখরোটগুলো একটি কাপড়ে রেখে শুকিয়ে নিন।

ছবি: সংগৃহীত

এ বার আখরোট দু’হাতের তালুর মাঝে রেখে চাপ দিন। সহজেই খুলে যাবে আখরোটের খোসা।

ছবি: সংগৃহীত