সোমে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী ছিল আমেরিকা।

ছবি: সংগৃহীত

মহাজাগতিক ঘটনার বিভিন্ন মুহূর্তের মধ্যে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি বিশেষ ছবি।

ছবি: সংগৃহীত

টেক্সাস ডালাস ফোর্ট ওয়ার্থ শহরের ফ্লাওয়ার মাউন্ট এলাকায় এক যুগলের ছবিটি তুলেছেন মেসি অ্যালেক্স নামে এক ফোটোগ্রাফার। কিন্তু, কী এমন বিশেষত্ব ওই ছবির?

ছবি: সংগৃহীত

ছবিতে আকাশে দেখা যাচ্ছে সূর্যগ্রহণের সবচেয়ে দামি মুহূর্ত ‘দ্য ডায়মন্ড রিং’, শুক্রগ্রহ, একটি ধূমকেতুর ছুটে যাওয়া, আর এই সব কিছুর সামনে পৃথিবীর মাটিতে হাঁটু মুড়ে বসে এক যুবকের প্রিয়তমাকে দেওয়া ‘ফাইনাল প্রোপোজ়াল’।

ছবি: সংগৃহীত

বায়ুসেনার প্রাক্তন চিত্রসাংবাদিক মেসি মাত্র চার মিনিটে লেন্সবন্দি করেছেন সেই দৃশ্য।

ছবি: সংগৃহীত

সমাজমাধ্যমে ধূমকেতুর বেগেই ভাইরাল হয়েছে ছবিটি। বইছে প্রশংসার বন্যা।

ছবি: সংগৃহীত

এসেছে মজার প্রশ্নও। এক সমাজমাধ্যম ব্যবহারকারী জানতে চান, এত খরচ করে এই মহাজাগতিক মুহূর্তে বিয়ের প্রস্তাবের কী উত্তর পেলেন ওই যুবক?

ছবি: সংগৃহীত

তরুণী ফোটোগ্রাফারের উত্তর, ‘শি সেড ইয়েস’!

ছবি: সংগৃহীত