আইসল্যান্ডে সমুদ্রের মাঝে নির্জন লাইটহাউস। যা মাঝসমুদ্রে দিক নির্দেশ করে জাহাজকে। তবে সবচেয়ে অবিশ্বাস্য লাইটহাউটির অবস্থান।

ছবি: সংগৃহীত

 আইসল্যান্ডের উপকূলরেখা থেকে প্রায় ১০ কিমি দূরে অবস্থিত ‘থ্রিড্রাঙ্গাবিটি লাইটহাউস’।

ছবি: সংগৃহীত

সমুদ্রের মাঝখানে তিনটি খাড়া এবং উঁচু পাথরের উপর তৈরি এই লাইটহাউস।

ছবি: সংগৃহীত

লাইটহাউসটি উত্তর অতলান্তিক সাগরের কাছে তিনটি বিপজ্জনক পাথরের উপর অবস্থিত বলে শোনা যায়।

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল এই লাইটহাউস। অবিশ্বাস্য এবং বিপজ্জনক অবস্থানের জন্য এই লাইটহাউসে পৌঁছনোর একমাত্র উপায় হেলিকপ্টার। 

ছবি: সংগৃহীত

মানববন্ধন করে এই লাইটহাউসটি নির্মাণ করা হয়েছিল।

ছবি: সংগৃহীত

তবে মাঝসুদ্রে পথ হারানো জাহাজকে দিক নির্দেশ করে এই লাইটহাউসই।

ছবি: সংগৃহীত

২০১৫ সালে লাইটহাউসটির রক্ষণাবেক্ষণের জন্য কিছু শ্রমিক পাঠানো হয়েছিল।

ছবি: সংগৃহীত

ফিরে এসে শ্রমিকেরা তাঁদের আশ্চর্য অভিজ্ঞতার কথা জানান। চারপাশে শুধুই সমুদ্র। এমনকি সারা রাত ঘুমোতেও পারেননি তাঁরা।

ছবি: সংগৃহীত