শুধু পোশাক নয়, অনেক ধরনের সাজের কায়দাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। কী কী? রইল তালিকা…

ছবি: সংগৃহীত

শুনলে অবাক হবেন, উত্তর কোরিয়ায় লাল লিপস্টিক ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। ব্যবহার করলেই শাস্তি। হতে পারে জরিমানাও।

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার বাসিন্দারা ইউরোপীয় আর আমেরিকান কোম্পানির টি-শার্ট পরতে পারবেন না।

ছবি: সংগৃহীত

পশ্চিমি সংস্কৃতির অঙ্গ আঁটসাঁট জিন্‌স পরাতেও নিষেধাজ্ঞা কিম জং উনের। নিষিদ্ধ ছেঁড়া জিন্‌সও। 

ছবি: সংগৃহীত

২৮ রকম চুলের কায়দা নির্দিষ্ট করা আছে। তার মধ্যে থেকেই যে কোনও একটি বেছে নিতে হয়। চুলে রং? নৈব নৈব চ!

ছবি: সংগৃহীত

শরীরের কোনও জায়গায় ছিদ্র করানোয় রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। খুব বেশি হলে কান ফোটানো যেতে পারে। তা-ও একটির বেশি নয়।

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার অবিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারেন না।

ছবি: সংগৃহীত

চামড়ার তৈরি বিশেষ এক ধরনের ট্রেঞ্চ কোট এবং মাও জে দংয়ের মতো স্যুট পরেন খোদ কিম জং। ফলে এই ধরনের কোট বা স্যুট পরার অধিকার দেশের আর কারও নেই।

ছবি: সংগৃহীত