গ্রীষ্মেও গাছ সবুজ থাকবে,  মেনে চলুন এই টিপ্‌সগুলি।

ছবি: সংগৃহীত

 শীতের শেষ সময়টা গাছপালার জন্য উপযোগী মনে করা হলেও এর পর আসে গ্রীষ্ম। গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় গরমকালে।

ছবি: সংগৃহীত

কয়েকটি সহজ উপায়ে সাধের গাছপালা সুন্দর, সবুজ রাখতে পারেন।

ছবি: সংগৃহীত

সকালে জল দেওয়া

সকালে সূর্য ওঠার আগে গাছগুলিতে জল দিন। দুপুরে গাছে জল না দেওয়াই ভাল।

ছবি: সংগৃহীত

ছায়ায় রাখা

 সূর্যের রশ্মি থেকে গাছপালাকে রক্ষা করতে একটি সুতির নরম কাপড় টাঙিয়ে ছায়া তৈরি করুন। গাছগুলিকে ছায়ায় রাখুন।

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক সার ব্যবহার

 অতিরিক্ত তাপের কারণে গাছপালা নিষ্প্রাণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে গাছে রাসায়নিক সার দিলে ক্ষতি হতে পারে। প্রাকৃতিক সার দিয়ে গাছের পরিচর্যা করুন।

ছবি: সংগৃহীত

বাগান পরিষ্কার করা

বাগানে পড়ে থাকা শুকনো পাতা বা আগাছা গাছের গোড়া থেকে জল শুষে নিতে পারে। সপ্তাহে এক বার বাগান পরিষ্কার করুন।

ছবি: সংগৃহীত

বড় গাছের ছায়ায় রাখা

নতুন চারা লাগালে সরাসরি প্রখর রোদে না রেখে লম্বা গাছের ছায়ায় ছোট গাছ রাখলে ভাল হয়।

ছবি: সংগৃহীত