বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।  

এই ধ্বনি ‘ডেথ হুইসেল’ বা মৃত্যুর শব্দ নামে পরিচিত।

এই শব্দ আসলে মানুষের আর্ত চিৎকার, যা অন্তরে ভয়ের সৃষ্টি করে।

বিজ্ঞানীদের মতে, এটিই ‘অ্যাজ়টেক ডেথ হুইসেল’ যা ‘হাজারো লাশের আর্তনাদ’ নামে পরিচিত।

বিজ্ঞানীরা ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে এই ভয়ঙ্কর শব্দটি পুনর্নির্মাণ করেছেন।

বিজ্ঞানীদের মতে, মাথার খুলির আকৃতির এই বাদ্যযন্ত্র পুজোয় ব্যবহার করা হত।

মনে করা হয়, বায়ু দেবতা এহেক্যাটলকে সন্তুষ্ট করার জন্য বলিদানের সময় অ্যাজ়টেকরা এই বাদ্যযন্ত্র বাজাতেন। 

মেক্সিকো শহরের একটি অ্যাজ়টেক মন্দির খননের সময় কঙ্কালের হাতে এই বাদ্যযন্ত্র পাওয়া গিয়েছিল।