দামি বিলাসবহুল জিনিসের প্রতি অন্যরকম আকর্ষণ থাকেই৷ কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি সাত খাবার কোনগুলি?

ছবি: সংগৃহীত

কোব গরুর মাংস

 জাপানের হায়াগো এলাকায় ওয়াগিউ গবাদি পশুপালন করা হয়৷ এই গরুর মাংস পরীক্ষার পরে শংসাপত্র প্রদান করা হয়৷ আমেরিকায় ৩০ গ্রাম কোব গরুর মাংসের দাম ২ থেকে ৪ হাজার টাকা।

ছবি: সংগৃহীত

সাদা ট্রাফল

এটি আলবা ট্রাফল নামেও পরিচিত৷ এই ছত্রাক বেড়ে ওঠে ইতালি, ক্রোয়েশিয়াতে৷ এগুলি গাছের সাহচর্যে গাছ থেকে জল এবং খনিজ সংগ্রহ করে বেড়ে ওঠে৷ বিরল প্রজাতির ২৫ গ্রাম সাদা ট্রাফলের দাম ২০ হাজার টাকার বেশি৷ 

ছবি: সংগৃহীত

বেলুগা ক্যাভিয়ার

 এটি স্টার্জন মাছের ডিম৷ বেলুগা স্ট্রার্জন বিলুপ্তপ্রায় প্রাণী৷ এর ফলে বেলুগা ক্যাভিয়ার বিশ্বের অন্যতম দামি খাবারের তালিকায় নাম লিখিয়েছে৷ ২৮ গ্রাম বেলুগা ক্যাভিয়ারের দাম ৭০ হাজার টাকার বেশি৷

ছবি: সংগৃহীত

জাফরান

 জাফরান, ক্রোকাস ফুলের পরাগ৷ বিশ্বের সবচেয়ে দামি মশলা ইরানে পাওয়া যায়৷ একটি ক্রোকাস ফুল থেকে তিনটি জাফরানের ডাঁটি পাওয়া যায়৷ এক গ্রাম জাফরানের দাম হাজার থেকে দু’হাজার টাকা। 

ছবি: সংগৃহীত

সাদা ট্রাফল মাশরুম

 জাপানে এই মাশরুম বিখ্যাত৷ স্যুপ, স্ট্যু এবং ভাতের সঙ্গে খাওয়া হয়৷ ৪৫০ গ্রাম মাশরুমের দাম প্রায় ৮৫ হাজার টাকা।  

ছবি: সংগৃহীত

কোপি লুওয়াক কফি

ইন্দোনেশিয়ার এক বন্য বিড়ালকে বিশেষ এক প্রকার মটরশুঁটি খাইয়ে তার পর তার মল থেকে তৈরি হয়৷ এই কফি বিন ধুয়ে ভাজা হয় তার পর এতে ক্যারামেল এবং চকোলেট যোগ করা হয়৷ এই বিশেষ মটরশুঁটি এক পাউন্ডের দাম প্রায় ৫০ হাজার টাকা৷ 

ছবি: সংগৃহীত

আইবেরিয়ান হ্যাম

 জামন ইবেরিকা নামে পরিচিত এই হ্যাম আইবেরিয়ার শূকর থেকে তৈরি হয়৷ স্পেন এবং পর্তুগালে পাওয়া যায়৷ এর একটি পায়ের ওজন হয় ৬ থেকে ৮ কেজি। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৫০ হাজার থেকে ৪ লক্ষ টাকা৷

ছবি: সংগৃহীত