বিশ্বের সবচেয়ে ভূতুড়ে সাতটি হোটেল। সন্ধ্যা নামলেই যেখানে ভুলেও যেতে চাইবেন না কেউ।

ছবি: সংগৃহীত

মার্শাল হাউস, সাভানা

 জর্জিয়ার সাভানাতে মার্শাল হাউস হোটেল। গৃহযুদ্ধের সময় নিহতদের আত্মারা নাকি ঘুরে বেড়ায় এই হোটেলে।

ছবি: সংগৃহীত

বিগ সার ইন

 বিশ্বাস করা হয়, ক্যালিফোর্নিয়ার উপকূলে অবস্থিত বিগ সার ইন হোটেলে ঘুরে বেড়ায় এই হোটেলের মালিকের আত্মা।

ছবি: সংগৃহীত

রেড লায়ন ইন, ম্যাসাচুসেটস

এই হোটেলের চতুর্থ তলায় অপ্রাকৃতিক কার্যকলাপ দেখা গিয়েছিল। এর পর থেকেই ম্যাসাচুসেটসের রেড লায়ন ইনকে ভূতুড়ে ঘোষণা করা হয়।

ছবি: সংগৃহীত

হোটেল চেলসি, নিউ ইয়র্ক

 হোটেল চেলসি একসময় তারকাদের আস্তানা ছিল। মনে করা হয়, সিড ভাইসিয়াস এবং ডিলান থমাসের আত্মা এখানে ঘুরে বেড়ায়।

ছবি: সংগৃহীত

দ্য ড্রিসকিল, টেক্সাস

 টেক্সাসের এই হোটেল থেকে শোনা যায় ভীতিকর শব্দ।

ছবি: সংগৃহীত

ওমনি পার্কার হাউস, ম্যাসাচুসেটস

 বলা হয়, প্রতিষ্ঠাতা এবং চার্লস ডিকেন্সের আত্মা এখনও এই ম্যাসাচুসেটস হোটেলের হলগুলিতে ঘুরে বেড়ায়।

ছবি: সংগৃহীত

 এমিলি মর্গ্যান হোটেল, সেন্ট আন্তোনিও

 এই বিলাসবহুল হোটেলে সাদা পোশাকে এক মহিলাকে অপ্রাকৃতিক কাজ করতে দেখা গিয়েছে।

ছবি: সংগৃহীত