ইমিটেশন বা অক্সিডাইজ়ের গয়না কী ভাবে রাখলে দীর্ঘ দিন থাকবে নতুনের মতো?

ছবি: সংগৃহীত

বর্তমানে সোনার বিকল্প হিসাবে ইমিটেশন, অক্সিডাইজ ইত্যাদি নানা ধরনের গয়না জনপ্রিয়।

ছবি: সংগৃহীত

এই সব গয়না দেখতেও যেমন সুন্দর তেমন নানারকম নকশার হওয়ায় সব রকম পোশাকের সঙ্গে মানানসই হয়।

ছবি: সংগৃহীত

এই সব গয়নার দামও নেহাত কম নয়। কিন্তু কেনার কিছু দিন পরেই গয়নার জৌলুস কমতে থাকে। কী করবেন?

ছবি: সংগৃহীত

গয়না এক বার পরার পরে খোলার সময় নরম সুতির কাপড় দিয়ে ভাল ভাবে মুছে নিন। শরীরের ঘাম, বাইরের ধুলো গয়নায় জমে থাকলে ময়লা হতে পারে।

ছবি: সংগৃহীত

নকল মুক্তো, পাথর এবং ধাতব গয়না আলাদা আলাদা বাক্সে রাখলে ভাল।

ছবি: সংগৃহীত

হালকা গয়না সব সময় ভাল ভাবে বাক্সে ভরে রাখুন।

ছবি: সংগৃহীত

ভারী গয়না প্লাস্টিকের মধ্যে রাখলেও ভাল। বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে যত কম থাকবে ততই ভাল থাকবে।

ছবি: সংগৃহীত

 নকল মুক্তোর গয়না কাঠ বা প্লাস্টিকের বাক্সে ভরে রাখতে পারেন।

ছবি: সংগৃহীত