দেশে, বিদেশে অসংখ্য ক্রিকেট স্টেডিয়াম রয়েছে৷ তার মধ্যে সাতটি স্টেডিয়ামকে অনায়াসে বিশ্বের সব থেকে সুন্দর বলা চলে। এই তালিকায় আছে এ দেশের ক্রিকেট স্টেডিয়ামও৷

ছবি: সংগৃহীত

ইডেন গার্ডেন- কলকাতা

 ইডেন গার্ডেনস ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম এটি। সবুজ নরম ঘাসে ঢাকা সুবিশাল মাঠ এবং ক্রিকেটপ্রেমী মানুষের টানে বিশ্বের খ্যাতনামী ব্যক্তিরা ইডেনে এসেছেন।

ছবি: সংগৃহীত

গল আন্তর্জাতিক স্টেডিয়াম-শ্রীলঙ্কা

 ডাচদের হাতে তৈরি এই স্টেডিয়াম ভারত মহাসাগর এবং গল দুর্গের কাছে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য এই স্টেডিয়াম বিখ্যাত৷

ছবি: সংগৃহীত

সিডনি ক্রিকেট  গ্রাউন্ড-অস্ট্রেলিয়া

পরিত্যক্ত জায়গায় এক সময় আবর্জনা ফেলা হত৷ সেখানেই বর্তমানে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ড ট্রাস্ট ১০টি ব্রোঞ্জের ভাস্কর্য এসসিজি ও এসএফএসের মাঠের চতুর্দিকে বসানোর অনুমোদন দেয়। ভাস্কর্যগুলির অবস্থান স্টেডিয়ামের সৌন্দর্যে বিশেষ মাত্রা যোগ করেছে৷

ছবি: সংগৃহীত

ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, ভারত

হিমাচল প্রদেশের পার্বত্য এলাকায় অবস্থিত ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এটি ভারতের অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি এইচপিসিএ স্টেডিয়াম নামেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য এই স্টেডিয়াম বিখ্যাত৷

ছবি: সংগৃহীত

কুইন্সটাউন ক্রিকেট স্টেডিয়াম-নিউ জ়িল্যান্ড

রিমার্কেবলের পাদদেশ এবং ওয়াকাটিপু হ্রদের তীরবর্তী স্থানে অবস্থিত নিউ জ়িল্যান্ডের কুইন্সটাউন স্টেডিয়ামটি পাহাড়ে ঘেরা। এর কাছাকাছি কুইন্সটাউন আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। চারপাশে পাহাড় তার মাঝে সবুজ মাঠ এর অন্যতম আকর্ষণ।

ছবি: সংগৃহীত

নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম-দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত এই ক্রিকেট মাঠ। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অন্যতম স্টেডিয়াম হিসাবে এর বিশেষ পরিচিতি রয়েছে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এই মাঠ।

ছবি: সংগৃহীত

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, ইংল্যান্ড

 লর্ডস নামেই ক্রিকেট বিশ্বে পরিচিত এই স্টেডিয়াম। লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় অবস্থিত আমেরিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ। শতাব্দীপ্রাচীন মাঠটি বিশ্বের প্রাচীনতম ক্রীড়া যাদুঘরের কেন্দ্রস্থল।

ছবি: সংগৃহীত