আলোর উৎসব দীপাবলি। ভারতে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। ভারত ছাড়া আরও আটটি দেশে দীপাবলি পালন করা হয়।

ছবি: সংগৃহীত

 নেপাল

 নেপালে দীপাবলি উপলক্ষে পাঁচ দিন ধরে তিহার উৎসব পালন করা হয়৷ শুধু লক্ষ্মীদেবী বা যমের পুজো নয়, কুকুর, কাক-সহ একাধিক পশুপাখির পুজো করা হয়৷

ছবি: সংগৃহীত

 শ্রীলঙ্কা

 তামিল হিন্দুরা এখানে দীপাবলি পালন করেন। সমস্ত অন্ধকার, অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবনে আলোকে আহ্বান করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে।

ছবি: সংগৃহীত

 ফিজি

 ফিজিতে অনেক ভারতীয় থাকেন৷ প্রতি বছর ফিজিতে দীপাবলি পালিত হয়। শুধু তাই নয়, এখানে দীপাবলি জাতীয় ছুটির দিন।

ছবি: সংগৃহীত

 মালয়েশিয়া

 পরস্পরকে উপহার দিয়ে, মিষ্টি খাইয়ে মালয়েশিয়াতে দীপাবলি পালিত হয়। এখানে এই উৎসব ‘হলি দিওয়ালি’ নামে পরিচিত। সকালে তেল মেখে স্নান করে মন্দিরে পুজো দিয়ে পালিত হয় মালয়েশিয়ার ‘হলি দিওয়ালি’।

ছবি: সংগৃহীত

 সিঙ্গাপুর

 এই উৎসবটি সিঙ্গাপুরের হিন্দুরা পালন করেন। সমস্ত অন্ধকার, অশুভ শক্তিকে দূর করতে উৎসবের দিন ঘর পরিষ্কার করে তাঁরা বাড়ির দরজায় ছোট ছোট প্রদীপ জ্বালান।

ছবি: সংগৃহীত

 মরিশাস

 মরিশাসে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস। তাই মরিশাসেও ধুমধাম করে পালিত হয় আলোর উৎসব।

ছবি: সংগৃহীত

আমেরিকা

 প্রতি বছর দীপাবলিতে আমেরিকার দূতাবাস আলো দিয়ে সাজানো হয়। নিউ ইয়র্কের হাডসন নদীর ধারে ভারতীয় আমেরিকানরা দীপাবলি উদ্‌যাপন করেন।

ছবি: সংগৃহীত

 কানাডা

 দীপাবলির দিন কানাডায় সূর্যাস্তের পর সারা শহর আলোয় আলোকিত হয়। আতশবাজি, প্রদীপ দিয়ে সাজানো হয় সারা শহর।

ছবি: সংগৃহীত