নারকেলে বেশি জল আছে কি না বুঝবেন যে ভাবে

ছবি: সংগৃহীত

মাঝারি আকারের নারকেল কিনলে জল বেশি থাকতে পারে।

ছবি: সংগৃহীত

ড় নারকেলে কম জল এবং বেশি ক্রিম পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

সবুজ রঙের নারকেলে বেশি জল থাকে। নারকেল যত বেশি সবুজ হবে ততই বেশি জল থাকবে।

ছবি: সংগৃহীত

হহলুদ বা একটু খয়েরি রঙের নারকেলে জল কম আর শাঁস বেশি থাকে।

ছবি: সংগৃহীত

যদি নারকেলের উপরের খোল খুব মোটা হয়, তা হলে নারকেল খারাপ হতে পারে।

ছবি: সংগৃহীত

নারকেলে চাপড় মেরে কানের সামনে নিয়ে শুনুন। ভিতরে জলের আওয়াজ শুনতে পাবেন।

ছবি: সংগৃহীত

যদি চাপড় মেরেও নারকেলের ভিতরে জলের আওয়াজ না পাওয়া যায়, তা হলে তাতে জল নেই বুঝতে হবে।

ছবি: সংগৃহীত