সুগন্ধি ব্যবহারের সময়ে ছোটখাটো ভুলভ্রান্তি হয়। সে কারণেই গন্ধের রেশ তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে। তবে উপায় জানলেই টিকবে সকাল-সন্ধ্যা সুগন্ধির সুবাস। 

ছবি: সংগৃহীত

নতুন সুগন্ধি কেনার পর অনেকেই বাক্সটি ফেলে দিয়ে সুগন্ধির শিশি আলাদা করে রাখেন। এটা করবেন না । এতে সুগন্ধির মান নেমে যেতে পারে।

ছবি: সংগৃহীত

পাল্‌স পয়েন্টে সুগন্ধি লাগালে সেটা অনেক ক্ষণ থাকে। সুগন্ধি ব্যবহারের আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলে গন্ধ টিকবে অনেক ক্ষণ।

ছবি: সংগৃহীত

আতর বা সুগন্ধি লাগানোর আগে হালকা গন্ধযুক্ত  ময়শ্চারাইজ়ার ব্যবহার করলে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

ছবি: সংগৃহীত

অনেকেরই অভ্যাস, স্নানঘরে অনান্য প্রসাধনীর সঙ্গে সুগন্ধি রেখে দেওয়া। কিন্তু স্নানঘরের ভিতরের আর্দ্রতায় সুগন্ধির গন্ধ উবে যেতে পারে।

ছবি: সংগৃহীত

ব্যবহারের আগে অনেকেই সুগন্ধির শিশি ঝাঁকিয়ে নেন। এটা করবেন না। এতে গন্ধ উবে যায়।

ছবি: সংগৃহীত

সুগন্ধি বা আতর লাগানোর পর জায়গাটি ঘষবেন না। বরং ত্বকে মিশে যেতে সময় দিন।

ছবি: সংগৃহীত

এই ভুলগুলি এড়িয়ে চললেই সুগন্ধি দীর্ঘস্থায়ী হবে।

ছবি: সংগৃহীত