ভ্যাপসা গরমকে বুড়ো আঙুল দিয়ে কিছু দিন বন্ধুদের সঙ্গে পাহাড়ের পথে ঘুরে কাটাবেন বলে ভাবছেন? আপনাদের জন্য রইল সাতটি ট্রেক করার ঠিকানা।

ছবি: সংগৃহীত

চন্দ্রাখানি পাস ট্রেক, হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের বিখ্যাত ট্রেকিং পথ চন্দ্রাখানি পাস ট্রেক। নাগ্গার গ্রাম থেকে এই ট্রেক পথের শুরু হয় এবং মালানাতে এটি শেষ হয়।

ছবি: সংগৃহীত

রাজমাছি ট্রেক, মহারাষ্ট্র

মহারাষ্ট্রের লোনাভলা থেকে রাজমাছি দুর্গ পর্যন্ত ১৬ কিমির ট্রেকিং পথ। যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন, তাঁদের কাছে খুবই পছন্দের।

ছবি: সংগৃহীত

হাম্পটা পাস, হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের হাম্পটা পাস আরও একটি উল্লেখযোগ্য ট্রেকিং পথ। কুল্লু ও লাহৌলের মাঝের পথ দিয়ে বয়ে চলা এই ট্রেকিং পথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি জীবনের সব চিন্তা ভুলে যাবেন।

ছবি: সংগৃহীত

চাদর ট্রেক, লাদাখ 

আপনি যদি বরফ উপভোগ করতে চান, তা হলে লাদাখের চাদর ট্রেক আপনার জন্য আদর্শ।

ছবি: সংগৃহীত

রূপকুন্ড ট্রেক, উত্তরাখণ্ড

হিমবাহ হ্রদ দেখতে ঘুরে আসুন উত্তরাখণ্ডের রূপকুণ্ড ট্রেকিং পথ দিয়ে।

ছবি: সংগৃহীত

নন্দাদেবী ট্রেক, উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের নন্দাদেবী ট্রেকের পথে আপনি হিমালয়ের নানা চূড়ার নানা রূপ দেখতে পাবেন, এই সৌন্দর্য মিস্‌ করার নয়।

ছবি: সংগৃহীত

গোয়েচালা ট্রেক, সিকিম

সিকিমের গোয়েচালা ট্রেকিং-এর পথে কাঞ্চনজঙ্ঘা হবে আপনার সঙ্গী। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আপনি স্পষ্ট দেখতে পাবেন।

ছবি: সংগৃহীত