দীর্ঘ ক্ষণ জ্যামে আটকা পড়লে বা গাড়িঘোড়ার হর্নের অতিরিক্ত আওয়াজে অনেকেরই বুক ধড়ফড় করতে শুরু করে।

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক একটি গবেষণা বলছে, তীব্র যানজট এবং সেই কারণে সৃষ্ট শব্দদূষণের সঙ্গে হার্ট অ্যাটাক এবং হার্ট সংক্রান্ত অন্যান্য রোগের যোগ রয়েছে।

ছবি: সংগৃহীত

রাস্তায় সিগন্যাল কিংবা জ্যামে আটকা পড়া গাড়ির শব্দে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যেতে পারে।

ছবি: সংগৃহীত

শব্দদূষণের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বৃদ্ধিতে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় ৩.২ শতাংশ।

ছবি: সংগৃহীত

অনিদ্রাজনিত সমস্যাও বাড়িয়ে তুলতে পারে গাড়িঘোড়ার শব্দ।

ছবি: সংগৃহীত

শুধু তো হার্ট অ্যাটাক নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নানা কার্যকলাপ। অনিদ্রা থেকে ডায়াবিটিসের উপরেও প্রভাব পড়তে পারে।

ছবি: সংগৃহীত

হার্টের রোগে আক্রান্ত হওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। তবে, তার মধ্যে অন্যতম যানবাহনের আওয়াজ। 

ছবি: সংগৃহীত

জার্মানির একটি ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারের এক গবেষকের গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য।

ছবি: সংগৃহীত