সমরেশ মজুমদারের ‘কালবেলা’ উপন্যাস থেকে ছবি করেছিলেন গৌতম ঘোষ। সেই ছবিতেই মাধবীলতা চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি দাম। 

ছবি: সংগৃহীত

উপন্যাসে মাধবীলতার সিগনেচার পোশাকই ছিল শাড়ি। সিনেমাতেও গৌতম তা-ই রেখেছিলেন। শাড়ি-ব্লেজ়ারের যৌথতায় পাওলি যথেষ্ট আত্মবিশ্বাসী।

ছবি: সংগৃহীত

পাওলিকে শাড়িতে আকর্ষণীয় লাগে। তিনি শাড়িতে নিজেকে সাজিয়েও তোলেন মাঝেমাঝে। পাওলির উজ্জ্বল কমলা রঙের শাড়িতে রয়েছে সোনালি জরির হাতির ‘মোটিফ’।

ছবি: সংগৃহীত

সুতির শাড়ি, ন্যুডল স্ট্র্যাপ ব্লাউজ়, গগল্‌স আর হাসি— পাওলির সৌন্দর্য আরও বাড়িয়েছে।

ছবি: সংগৃহীত

পাওলিকে সব ধরনের পোশাকেই মানায়। তবে শাড়িতে তিনি অন্য মাত্রা পান।

ছবি: সংগৃহীত

সাদা শাড়ি, হলুদ ব্লাউজ়ের সঙ্গে হালকা সাজে অভিনেত্রী। সঙ্গে জাঙ্ক জুয়েলারি।

ছবি: সংগৃহীত

বড় চেকের কালো-সাদা শাড়ি, স্লিভ লেস ব্লাউজ় সঙ্গে রুপোর গয়না পাওলির ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই।

ছবি: সংগৃহীত

চওড়া পাড় লালচে কমলা শাড়িতে  আলপনা দেওয়ার সময় পাওলি যেন একে বারে ঘরের মেয়ে।

ছবি: সংগৃহীত