হালকা গোলাপি রঙের ঢাকাই শাড়ির সঙ্গে সাদা লম্বা হাতার ব্লাউজ়ে পরীমণি। সঙ্গে কানে-গলায় মানানসই মুক্তোর গয়না।

ছবি: সংগৃহীত

আকাশি জমির উপর গোলাপি সুতোর চেক। গরমে আরামদায়ক সুতির শাড়িতে নায়িকা। ছকভাঙা সাজে শাড়ির সঙ্গে পায়ে মানানসই স্নিকার্স।

ছবি: সংগৃহীত

অফ হোয়াইট শাড়িতে সোনালি রেশম সুতোর কাজ। শুধু শাড়ি নয়, নায়িকার সবুজ পাথরের তৈরি গয়নাও আলাদা করে নজরকাড়ে।

ছবি: সংগৃহীত

সরু লাল পাড়ের সাদা শাড়িতে জুড়ে রয়েছে ব্লক প্রিন্টের কারুকাজ।

ছবি: সংগৃহীত

ফ্লোরাল এমব্রয়ডারি সাদা পারের সাথে গোলাপ ফুলের লুক দিচ্ছে শাহী টাচ

ছবি: সংগৃহীত

পরী মনির এই সাড়িতে হয়েছে সাদা সুতোর কাজ, যেকোনো ইভেন্টের জন্য পারফেক্ট লুক

ছবি: সংগৃহীত

ব্ল্যাক শাড়ি হলো এভারগ্রীন, ডিভার লুক দেখে নজর কেড়ে নেওয়া মুশকিল

ছবি: সংগৃহীত

লাইট ও ডার্ক ব্লুর শেডের প্ল্যান সাড়িতে ফুল হাতা ব্লাউজ দিচ্ছে গ্ল্যামারাস লুক

ছবি: সংগৃহীত