২০১১ সালে ঢালিউডে নিজের যাত্রা শুরু করেন বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা।
ছবি: সংগৃহীত
কখনও গোপন ভিডিয়ো ফাঁস কখনও বা কড়া ডোজ়ের ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া— একাধিক বির্তকে জড়িয়ে বারবার শিরোনামে এসেছেন ৩০ বছর বয়সি এই বাংলাদেশি অভিনেত্রী।
ছবি: সংগৃহীত
সাদা জমির তুঁতে এবং লাল পাড়ের গাদোয়াল শাড়ির সঙ্গে হাত কাটা কন্ট্রাস্ট ব্লাউজ়, সঙ্গ দিতে হাতভর্তি চুড়ি আর মানানসই গয়না।
ছবি: সংগৃহীত
সমুদ্র-সবুজ জর্জেট শাড়ির পাড়ে সোনালি ছোঁয়া। আলাদা স্নিগ্ধতা অভিনেত্রীর সাজে।
ছবি: সংগৃহীত
গোলাপি-সবুজ ‘টাই অ্যান্ড ডাই’ শাড়ির সাদা স্কার্ট বর্ডার। অনন্য তিশা।
ছবি: সংগৃহীত
কালো নেট শাড়িতে ঢালাও সুতোর কাজে ফুটে উঠেছে ছোট ছোট ফুল পাতার নকশা। গতে বাঁধা পাড়ের হদলে শাড়িতে ঢেউ খেলানো সোনালি জরির পাড়।
ছবি: সংগৃহীত
লাল পাড়ের ক্রিম রঙের শাড়ি। জমিতে রয়েছে সোনালি জরির বড় মোটিফ।
ছবি: সংগৃহীত
ব্লকপ্রিন্ট করা সুতির শাড়ি জুড়়ে রয়েছে নীল, সবুজ, কমলা, লালের খেলা।
ছবি: সংগৃহীত