বরাবরই পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন অভিনেত্রী। তাঁর বিয়ের অভিনব পোশাক পরিকল্পনা নজর কেড়েছিল সকলেরই।

ছবি: সংগৃহীত

নায়িকার প্রিয় রং সাদা। নিজের বাগ্‌দান অনুষ্ঠানে ভারী পাথর আর সোনালি জরির কাজ করা দুধসাদা লেহঙ্গায় পরীর মতো সেজেছিলেন।

ছবি: সংগৃহীত

নায়িকার পরনে কারুকাজহীন সাদা শাড়ি, সঙ্গে পাতা মোটিফের কলমকারি ব্লাউজ়। গলায় ও কানে ভারী অক্সিডাইজের গয়না। মেকআপ বলতে চোখে মোটা কাজল, ন্যুড লিপস্টিক আর ছোট্ট লাল টিপ। গরমের দুপুরের যে কোনও অনুষ্ঠানের জন্য উপযুক্ত সাজ।

ছবি: সংগৃহীত

বন্ধুদের সাঙ্গে পার্টি হোক কিংবা বিকেলে কফির আড্ডা, সন্দীপ্তার এই স্প্যাগেটি স্ট্র্যাপ ড্রেসে স্বস্তি এবং ফ্যাশন দুইই বজায় থাকবে একসঙ্গে।

ছবি: সংগৃহীত

সাদা টি শার্ট এবং হট প্যান্টের যুগলবন্দি গরমে সন্দীপ্তার মতো আপনার জন্যও আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। 

ছবি: সংগৃহীত

লালপাড় সাদা শাড়ি, ঢেউ খেলানো খোলা চুলে জুঁইয়ের মালা সাবেকি সাজে বেশ মানিয়েছে সন্দীপ্তাকে।

ছবি: সংগৃহীত

ধবধবে সাদা স্যুটে অনন্য সন্দীপ্তা।  

ছবি: সংগৃহীত

ঢিলেঢালা সাদা শার্ট, কনুই পর্যন্ত গোটানো হাতা,  নীল ডেনিম, কানে বড় রিং, সঙ্গে হাফ বান হেয়ারস্টাইলে দুরন্ত অভিনেত্রী।

ছবি: সংগৃহীত