বিশেষ দিনে মনের মানুষের সঙ্গে বেরোনোর প্রস্তুতি সারা। কিন্তু কেমন পোশাক পরবেন, কী ভাবে সাজবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই?

ছবি: সংগৃহীত

কুছ পরোয়া নেই! প্রেম দিবসে সাজের জন্য টিপ্‌স দিচ্ছেন টলি নায়িকারা।

ছবি: সংগৃহীত

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের মতো হালকা মেকআপ করতে পারেন। হালকা ঠান্ডায় পশ্চিমি পোশাকের সঙ্গে জ্যাকেট নিতে ভুলবেন না যেন! কেতাদুরস্ত সাজও হবে, ঠান্ডায় কষ্টও পেতে হবে না।

ছবি: সংগৃহীত

কৌশানি মুখোপাধ্যায়ের মতো জমকালো লাল পোশাকে আপনিও হয়ে উঠুন নজরকাড়া।

ছবি: সংগৃহীত

 দর্শনা-সৌরভের বিয়ের পর প্রথম ‘ভ্যালেন্টাইনস্‌ ডে’। আপনার পছন্দের মানুষটি সাবেক সাজ পছন্দ করলে টুকটুকে লাল শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ় বেছে নিন। সঙ্গে দর্শনার মতোই হালকা মেকআপ আর গয়না বেছে নিন।

ছবি: সংগৃহীত

সঙ্গীর সঙ্গে নৈশ পার্টিতে যাওয়ার প্ল্যান রয়েছে? বেছে নিন ঐন্দ্রিলার মতো ‘লিট্‌ল ব্ল্যাক ড্রেস’। চুল খোলা রাখতে পারেন, সঙ্গে পরুন মানানসই গয়না।

ছবি: সংগৃহীত

প্রেমের দিনে পোশাকে শুধুই লাল কেন? রুক্মিণীর মতো নীল ‘শিমারি’ ড্রেসে পার্টির মধ্যমণি হয়ে উঠুন।

ছবি: সংগৃহীত

মিমির মতো পশ্চিমি পোশাকের সঙ্গে রাখুন উজ্জ্বল মেকআপ। পোশাকের সঙ্গে মানানসই গয়না আর চুলের কায়দায় প্রেমিকের মনে ঝড় তুলুন আপনিও।

ছবি: সংগৃহীত