ছবির প্রচারের জন্য সাজপোশাকে বদল এনেছেন জাহ্নবী। ছবির ঝলক ফুটে উঠছে নায়িকার পোশাকে।

ছবি: সংগৃহীত

ছবির ‘থিম’ অনুযায়ী নিজের পোশাক পরিকল্পনায় বদলে এনেছেন জাহ্নবী কপূর।

ছবি: সংগৃহীত

 ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির মূল বিষয় ক্রিকেট। ছবির প্রচারের সাজ নিয়ে জাহ্নবীর পরীক্ষানিরীক্ষা বেশ মনে ধরেছে অনুরাগীদের।

ছবি: সংগৃহীত

নায়িকার পরনে লম্বা ঝুলের স্কার্ট। তাতে রয়েছে সাদা-কালো ডুরে দাগ। গোলাপি চুমকি ঠাসা সরু ফিতের ক্রপটপে ফুটে উঠেছে জার্সির নম্বর।

ছবি: সংগৃহীত

জাহ্নবীকে সাদা ফুলছাপ শাড়িতে বেশ মানিয়েছে। তবে নজর কেড়েছে নায়িকার হাতের সাদা ব্যাগটি। ক্রিকেট বলের মতো দেখতে।

ছবি: সংগৃহীত

শ্রীদেবী-কন্যার পরনে ছিমছাম শাড়ি। তবে নজর কাড়ে তাঁর ব্লাউজ়। চুমকির কাজ করা লাল হল্টার নেক ব্লাউজ়ের পিঠে ফুটে উঠেছে তাঁর চরিত্রের নাম।

ছবি: সংগৃহীত

আগামী ৩১ মে মুক্তি পাবে জাহ্নবীর ছবি। রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি।

ছবি: সংগৃহীত

লাল রঙের পোশাকে জাহ্নবীর উন্মুক্ত পিঠের উপরে সরু ফিতের মতো অংশে রয়েছে ছোট ছোট ক্রিকেট বলের কাজ।

ছবি: সংগৃহীত