নববর্ষের শুভেচ্ছা জানালেন বলি অভিনেত্রী মৌনী রায়।

ছবি: সংগৃহীত

সঙ্গে ছিলেন নায়িকার স্বামী সূরজ নাম্বিয়ার। দু’জনেই সেজেছিলেন দক্ষিণী কায়দায়।

ছবি: সংগৃহীত

মৌনীর পরনে ছিল সাদা জরির পাড়ের শাড়ি, কানে ঝুমকো, মাথায় সাদা ফুলের মালা।

ছবি: সংগৃহীত

পাঞ্জাবির সঙ্গে সরু জরির পাড়ের সাদা ধুতি পরেছিলেন সূরজ নাম্বিয়ার। তবে ধুতি পরার ধরন দক্ষিণী।

ছবি: সংগৃহীত

যুগলের ছবি ভাইরাল সমাজমাধ্যমে।

ছবি: সংগৃহীত

ছবি পোস্ট করে মৌনী নববর্ষ এবং ভিষু পরবের শুভেচ্ছা জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে নায়িকার আদুরে পোস্ট দেখে আপ্লুত ভক্তেরাও। 

ছবি: সংগৃহীত

নায়িকাকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

ছবি: সংগৃহীত