বেঙ্গালুরুর কন্যা নিত্যা মেনন এখন বলিউডের পরিচিত মুখ।

ছবি: সংগৃহীত

তাঁর পরবর্তী ছবি ‘ডিয়ার এক্সেজ়’। যার প্রথম ঝলক সম্প্রতি ইনস্টায় শেয়ার করেছেন কন্নড়, মালয়ালম, তামিল, তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার প্রথম সারির এই অভিনেত্রী বলিউডেও কাজ করেছেন।

ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজ় ‘ব্রিদ্‌ ২’-তে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা গিয়েছে নিত্যাকে।

ছবি: সংগৃহীত

পরবর্তী তামিল ছবি ‘ডিয়ার এক্সেজ়’-এ নিত্যা ছাড়াও দেখা যাবে বিনয় রাই, নবদীপ, প্রতীক বব্বর এবং দীপক পারম্বোলকে।

ছবি: সংগৃহীত

ছবিটি পরিচালনা করেছেন কামিনী। প্রেম এবং বিচ্ছেদ নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

ছবি: সংগৃহীত

সিনেমায় আসার আগে সাংবাদিক হতে চেয়েছিলেন নিত্যা মেনন। সে বিষয় নিয়ে পড়াশোনাও করেছেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

বিভিন্ন ভাষার প্রতি নিত্যার আগ্রহ রয়েছে। নতুন ভাষা রপ্তও করেন খুব তাড়াতাড়ি। এর মধ্যেই ছ’টি ভাষায় তিনি পারদর্শী।

ছবি: সংগৃহীত