প্রতি বছরের মতো, এই বছরের মেট গালার গালিচাতেও ছিল তারকাদের মেলা। কিন্ত এই সমারোহে দেখা গেল না বহু তারকাকেই। কারা তাঁরা?

ছবি: সংগৃহীত

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস জানিয়েছেন, তিনি শুটিংয়ের ব্যস্ততার কারণে এই বছর মেট গালায় উপস্থিত থাকতে পারেননি।

ছবি: সংগৃহীত

রিহানা

ফ্লু-এ আক্রান্ত হওয়ার কারণে পপতারকা রিহানাকে এই বছরের মেট গালায় দেখা যায়নি।

ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন

হবু মা দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে রোহিত শেট্টির আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত।

ছবি: সংগৃহীত

টেলর সুইফ্‌ট

১৪ বার গ্র্যামি বিজয়ী টেলর সুইফ্‌ট ইংল্যান্ডে তাঁর আসন্ন ‘এরাজ়’ ট্যুরের জন্য ব্যস্ত থাকায় এই বারের মেট গালায় আসতে পারেননি।

ছবি: সংগৃহীত

লেডি গাগা

 ‘জোকার ২’-এর  জনসংযোগ সফরে ব্যস্ত থাকায় লেডি গাগা আসতে পারেননি। অবশ্য ২০১৯-এর পর থেকে কোনও মেট গালাতেই তিনি আসেননি।

ছবি: সংগৃহীত

বিলি পোর্টার

সদ্য মাতৃবিয়োগ হওয়ায় মেট গালা ২০২৪-এ অভিনেতা-গায়ক বিলি পোর্টার উপস্থিত থাকতে পারেননি।

ছবি: সংগৃহীত

কেটি প্যারি

নিজস্ব কাজে ব্যস্ত থাকায় সঙ্গীতশিল্পী কেটি প্যারিও এই বছরের মেট গালার গালিচায় অনুপস্থিত।

ছবি: সংগৃহীত