গরমে কী ধরনের, কোন রঙের পোশাক পরলে আরাম মিলবে? তা নিয়ে চিন্তার অন্ত নেই!

ছবি: সংগৃহীত

ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে গরমে ক্যাজুয়াল পোশাক পরা উচিৎ বলেই মনে করেন বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। 

ছবি: সংগৃহীত

এমনিতেই স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী। গরমে তাঁর মতোই পোশাক পরে ফুরফুরে থাকতে পারেন আপনিও।

ছবি: সংগৃহীত

গরমের জন্য এমন হালকা নীল রঙের জামা বেছে নিতে পারেন। রোদে বেরোলে ‘পেয়ার’ করুন টুপি দিয়ে।

ছবি: সংগৃহীত

প্রিন্টেড ‘কো-অর্ড সেট’ গরমকালে পরার জন্য আরামদায়ক।

ছবি: সংগৃহীত

হালকা হলুদ প্যান্ট এবং ঢিলেঢালা টপের সঙ্গে সাদা স্লিং ব্যাগ নিন। সানগ্লাস রাখতে ভুলবেন না যেন!

ছবি: সংগৃহীত

কার্গো প্যান্টের সঙ্গে প্রিন্টেড ফুল হাতা টপ পরতে পারেন। এতে রোদে পোড়ার ভয় থাকবে না।

ছবি: সংগৃহীত

ট্রাউজার এবং সাদা ক্রপ টপের সঙ্গে কমলা জ্যাকেট নিয়েছেন তানজিন তিশা। এই রকম পোশাকের সঙ্গে হালকা গয়নাও পরতে পারেন অনায়াসে।

ছবি: সংগৃহীত