সব অনুষ্ঠানে একই রকমের চুলের স্টাইল করতে ভাল লাগে না? চুলের কায়দায় বদল আনতে রশ্মিকার এই ‘ক্লাসি হেয়ারস্টাইল’গুলি করে দেখতে পারেন। সাজ সাবেক হোক বা আধুনিক, চুলের সাজে দেখতে লাগবে আকর্ষণীয়!

ছবি: সংগৃহীত

মাঝারি দৈর্ঘ্যের চুল হলে রশ্মিকার মতো ‘সাইড ওপেন’ করতে পারেন। স্যুট পরলে এই চুলের সাজে স্টাইলিশ দেখাবে।

ছবি: সংগৃহীত

খোলা এবং স্ট্রেট চুল বরাবরই আকর্ষণীয়। স্যুট, শাড়ি বা যে কোনও পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।

ছবি: সংগৃহীত

শাড়ির সঙ্গে ভারী গয়না পরলে মাঝারি বান করে ফুলের মালা দিতেই পারেন। এই সাজের জুড়ি মেলা ভার।

ছবি: সংগৃহীত

শাড়ির সঙ্গে চুল খোলা রেখে বাউন্সের জন্য হালকা কার্ল তৈরি করতে পারেন। দেখতে লাগবে মোহময়ী।

ছবি: সংগৃহীত

এখানে রশ্মিকা একটি ‘লো স্লিক বান’-এ গুঁজেছেন গোলাপ ফুল। সাবেকি বা পাশ্চাত্য, যে কোনও পোশাকের সঙ্গেই এই ভাবে চুল বাঁধা যায়।

ছবি: সংগৃহীত

খোলা ঢেউ খেলানো চুল সিল্ক বা সুতির ব্লেন্ড শাড়ির সঙ্গেও খুব সুন্দর দেখায়।

ছবি: সংগৃহীত

লেহঙ্গা বা শাড়ির সঙ্গে ‘মেসি বান’ করলে অন্য রকম দেখতে লাগবে। 

ছবি: সংগৃহীত