পশ্চিমি পোশাক পরলে চুলের কায়দা কেমন করবেন? তা নিয়ে চিন্তায়!

ছবি: সংগৃহীত

বলি অভিনেত্রী সারা আলি খানের মতো করে বাঁধুন চুল। গরমে আরামও মিলবে, দেখতেও ভাল লাগবে।

ছবি: সংগৃহীত

পশ্চিমি পোশাক যেমন গাউন, শর্ট ড্রেস বা স্কার্টের সঙ্গে হাই বান সবচেয়ে মানানসই।

ছবি: সংগৃহীত

আপনার চুলের দৈর্ঘ্য কম হলে এবং স্ট্রেটনিং করা থাকলে প্যান্ট-টপের সঙ্গে চুল খোলা রাখতে পারেন। 

ছবি: সংগৃহীত

অনেকে ‘মেসি হেয়ারস্টাইল’ পছন্দ করেন। বিশেষ কিছু পোশাকের সঙ্গে অগোছালো চুল মানিয়ে যায়।

ছবি: সংগৃহীত

 ‘ওয়ান পিস্‌’ বা গাউনের সঙ্গে টুইস্টেড বান করলে ভাল মানায়। ছোট ফুলও গুঁজতে পারেন।

ছবি: সংগৃহীত

চুলের দৈর্ঘ্য বেশি হলে স্লিভলেস জামার সঙ্গে ‘বাব্‌ল’ বিনুনি করে নিন। গরমে আরাম হবে।

ছবি: সংগৃহীত

হাতে সাজের জন্য যথেষ্ট সময় না থাকলে মাঝে সিঁথি করে দু’পাশে চুল খুলে রাখুন। এতে চুলের ঘনত্বও বেশি মনে হবে।

ছবি: সংগৃহীত