এই সরস্বতী পুজোয় আরও শৌখিনী হয়ে উঠতে চান?

ছবি: সংগৃহীত

পুজোর দিনের সাজের অনুপ্রেরণা নিন বলি তারকাদের থেকে।

ছবি: সংগৃহীত

মাধুরী দীক্ষিতের এই পোশাকটি সরস্বতী পুজোর সাজের জন্য উপযুক্ত। শাড়ির সঙ্গে কাচ বসানো ওভারকোট আপনার সাজে অন্য মাত্রা যোগ করবে।

ছবি: সংগৃহীত

বাণী কপূরের মতো হালকা হলুদ টিস্যু শাড়িও বাছতে পারেন। খোলা চুল আর হালকা মেকআপে আপনাকেও দেখাবে লাবণ্যময়ী।

ছবি: সংগৃহীত

‘শিমারি’ সরু পাড়ের হলুদ অর্গ্যান্‌জ়া শাড়ির সঙ্গে ম্যাচিং হল্টার নেক ব্লাউজ় এবং ভারী গয়নায় সেজেছেন অনন্যা পাণ্ডে। পুজোর দিনে আপনিও সাজতে পারেন একই ভাবে।

ছবি: সংগৃহীত

যদি হালকা শাড়িতে ‘ট্রেন্ডি লুক’ চান তবে রকুলপ্রীতের মতো ‘স্ট্রাইপ্‌ড লেমন ইয়েলো’ শিফন শাড়ি বেছে নিন।

ছবি: সংগৃহীত

ক্যাটরিনা কইফের মতো সোনালি পাড়ের সাদামাটা হলুদ সিল্কের শাড়ির সঙ্গে হাইনেক ব্লাউজ় বেছে নিতে পারেন। ছোট্ট লাল টিপ পরতে ভুলবেন না! 

ছবি: সংগৃহীত

শিল্পার মতো নিজেকেও স্টাইলিশ দেখাতে চাইলে বেছে নিন ফ্লোরাল প্রিন্টের সোনালি জর্জেট শাড়ি।

ছবি: সংগৃহীত